September 17, 2024, 4:58 pm

সংবাদ শিরোনাম

এইচআইভি আক্রান্ত ২ রোহিঙ্গা নারী হাসপাতালে

এইচআইভি আক্রান্ত ২ রোহিঙ্গা নারী হাসপাতালে

ডিটেকটিভ নিউজ ডেস্ক

এইডস আক্রান্ত দুই রোহিঙ্গা নারী চিকিৎসার জন্য চট্টগ্রামের হাসপাতালে এসেছেন। কক্সবাজারের উখিয়ার শরণার্থী শিবির থেকে গত রোববার রাতে তাদের পাঠানো হয় বলে জানিয়েছেন চট্টগ্রামের সরকারি ওই হাসপাতালে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এএসআই আলাউদ্দিন তালুকদার। তিনি বলেন, এইচআইভি ভাইরাস আক্রান্ত নারীদের একজনের বয়স ৫০ বছর, অন্যজনের ৬০ বছর। সরকারি হিসেবে বাংলাদেশে এ পর্যন্ত ৪ হাজার ১৪৩ জনের মধ্যে এইচআইভি সংক্রমণের তথ্য পাওয়ার কথা এই বছরই জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এর মধ্যে ৬৫৮ জনের মৃত্যু ঘটে। এইডস আক্রান্ত দুই নারীর সঙ্গে সাপের কামড় খাওয়া এক যুবককেও গত রোববার রাতে কুতুপালং শরণার্থী শিবির থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি গত ২৫ অগাস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর থেকে সীমান্তে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল নামে। শরণার্থীর সংখ্যা এরইমধ্যে ৪ লাখ ছাড়িয়েছে। পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে প্রথম দিকে যারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল, তাদের বেশির ভাগের ছিল গুলি ও বোমার জখম। এখন নানা রোগে আক্রান্তরাও আসছেন। চিকিৎসা শেষে রোহিঙ্গাদের আবার কক্সবাজারে শরণার্থী শিবিরে ফেরত পাঠানো হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর