January 15, 2025, 4:53 am

সংবাদ শিরোনাম
তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন

মুসাইব হাসান সায়ীদ,নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির তত্ত্বাবধানে তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানবিকতাকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক, জনমানুষের নেতা, দক্ষ সংগঠক এবং দৃঢ় জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত জনাব সাইফুল আলম নীরব।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তেজগাঁও থানা ছাত্রদলের সভাপতি, কর্মীবান্ধব ছাত্রনেতা মোঃ আকতার হোসেন ফরাজী। সঞ্চালনার দায়িত্বে ছিলেন তেজগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম রাজন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “জাতীয়তাবাদী দল সবসময় জনগণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। দেশের জনগণ আজ এক গভীর সংকটময় সময় পার করছে । জনগনের পাশে বিএনপি সবসময় দায়বদ্ধ, আর এই কর্মসূচি আমাদের মানবিক প্রতিশ্রুতির উদাহরণ।”

সভাপতির বক্তব্যে মোঃ আকতার হোসেন ফরাজী বলেন, “ছাত্রদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি মানবিক শক্তি, যা মানুষের সেবায় নিয়োজিত। শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আমাদের দায়িত্ববোধের প্রতীক। আমরা জাতীয়তাবাদী চেতনাকে ধারণ করে ভবিষ্যতেও মানুষের পাশে থাকার অঙ্গীকার করছি।”

অনুষ্ঠানে উপস্থিত তেজগাঁও থানা ছাত্রদলের নেতাকর্মীরা তাদের একতা ও জনসেবায় নিজেদের সর্বোচ্চ নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

শীতবস্ত্র বিতরণ শেষে স্থানীয় জনগণ এই উদ্যোগের প্রশংসা করেন। তাদের মতে, বিএনপির এই ধরনের মানবিক উদ্যোগ অসহায় মানুষের মনে আশার আলো জাগায় এবং সংকটকালীন সময়ে তাদের পাশে থাকার বার্তা দেয়।
এ ছাড়া উপস্থিত ছিলেন :-
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ১নং সহ সভাপতি :- ফখরুল ইসলাম রবিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোহাম্মদ আলী, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি, আবুল মনসুর খান দীপক, সাখাওয়াত হোসেন সৈকত, বিএনপি নেতাব, আবু জাফর পাটোয়ারী বাবু , ভিপি সোলাইমান,তরিকুল ইসলাম বাহালুল, এস এম আওলাদ হোসেন, খাইরুল ইসলাম সেলিম, মনিরুজ্জান জামান মনির, কাজী মোহাম্মদ ইলিয়াস, জুয়েল খান, ইসমাইল হোসেন বাবু, ইয়াছিন আহমেদ দিপু, আনিসুর রহমান মানিক, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, মেহেদী হাসান মীম, তেজগাও কলেজ ছাত্রদল নেতা,মুনকির রহমান সাগর, মহিলাদলের আহবায়িকা রিনা বাশার,ও সাবিনা আক্তার ইভা, ২৬নং যুবনেতা, শাহীন শিকদার, মনির হোসেন সুমন, আশরাফ আলী, শ্রমিকদল নেতা, ফারুক হোসেন, তেজগাঁও থানা ছাত্রদলের এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক, কাজী সোহেল রানা, মোহাম্মদ অভি, ফয়েল,রাসেল,সালাউদ্দিন আহমেদ, মনির, রহমান,তুষার,সুজন, সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর