মোঃ আকতার হোসেন ফরাজী,নিজস্ব প্রতিবেদক
জিটিসিএল (গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড)-এর প্রজেক্টর বোর্ডে শেখ মুজিবুর রহমানের ছবি ভেসে ওঠায় স্থানীয় জনতা তীব্র প্রতিবাদ জানায়। এ ঘটনায় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় সংসদ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, সাবেক দপ্তর সম্পাদক মহসিন হাওলাদার ও শাহেদ আলম উপস্থিত থেকে ভিডিও ধারণ করেন। ধারণকৃত সেই ভিডিও গণমাধ্যমের হাতে এসে পৌঁছায়।
স্থানীয় জনতার প্রতিবাদ ও খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় বিএনপির নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের হয়। বিএনপির নেতাকর্মীরা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগের দাবি জানান।
তারা অভিযোগ করেন, শেখ হাসিনা সরকারের পতনের পরও স্বৈরাচারের সহযোগীরা কীভাবে সরকারি প্রতিষ্ঠানে থাকে, তা নিয়ে স্থানীয় জনতা ক্ষোভ প্রকাশ করেন।
ঘটনার বিষয়ে প্রতিষ্ঠানটির আইসিটি বিভাগে দায়িত্বরত রাবেয়া কাদির (ডিজিএম, আইসিটি) বলেছেন, এটি সম্পূর্ণ ভুলবশত ঘটেছে। তিনি বিষয়টি অনিচ্ছাকৃত বলে দাবি করেন।