আন্তর্জাতিক আদালতের তদন্ত প্রত্যাখ্যান করল মিয়ানমার
ডিটেকটিভ নিউজ ডেস্ক
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে সম্ভাব্য অপরাধের তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) অনুমোদনের পর তা প্রত্যাখ্যান করেছে দেশটি। বৃহস্পতিবার আইসিসির প্রসিকিউশনের আবেদনের পর বিচারকরা তদন্তের অনুমোদন দেন। গত শুক্রবার তা প্রত্যাখ্যান করে মিয়ানমার দাবি করেছে, আইসিসির তদন্তের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন অনুযায়ী হয়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে সম্ভাব্য অপরাধের তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) অনুমোদনের পর তা প্রত্যাখ্যান করেছে দেশটি। গত বৃহস্পতিবার আইসিসির প্রসিকিউশনের আবেদনের পর বিচারকরা তদন্তের অনুমোদন দেন। গত শুক্রবার তা প্রত্যাখ্যান করে মিয়ানমার দাবি করেছে, আইসিসির তদন্তের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন অনুযায়ী হয়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।