ভারতের প্রধান শক্তি কোহলির আগ্রাসী মনোভাব : শচিন টেন্ডুলকার
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
ভারতের অধিনায়ক বিরাট কোহলির আগ্রাসী মনোভাব দলের জন্য প্রধান শক্তি বলে মন্তব্য করলেন দেশটির সাবেক মাস্টার ব্লাস্টার শচিন টেন্ডুলকার। ভারতের বর্তমান অধিনায়কের প্রশংসা করে এমন মন্তব্য করেন টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক টেন্ডুলকার। তিনি বলেন, ‘কোহলি যখন প্রথম ভারতীয় দলের সুযোগ পায়, তখনই তার মধ্যে আগ্রাসী মনোভাব দেখা গিয়েছিল। সময়ের সাথে সাথে কোহলির আগ্রাসী মনোভাবটা এখন গোটা দলের মধ্যে ছড়িয়ে পড়েছে।’
গত রবিবার নিউজিল্যান্ডের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে নিজের ক্যারিয়ারের একটি মাইলফলক স্পর্শ করেন কোহলি। ক্যারিয়ারের ২শ ম্যাচ খেলেন তিনি। আর এ ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের ৩১তম সেঞ্চুরির স্বাদ পান কোহলি। তার দুর্দান্ত সেঞ্চুরির পরও ম্যাচ হারে ভারত। তবে এই ম্যাচেই ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক বনে যান কোহলি। এখন তার সামনে শুধুমাত্র রয়েছেন টেন্ডুলকার। যার সেঞ্চুরির সংখ্যা ৪৯টি।
কোহলির ৩১তম সেঞ্চুরি নিয়ে কথা বলতে দিয়ে টেন্ডুলকার বলেন, ‘ওর আচরণ ও মানসিকতার এখনও পরিবর্তন হয়নি। শুরুতে যেমন ছিলো, এখনও তেমনই রয়েছে। কোহলির এই আগ্রাসী ক্রিকেটের ঝলক শুরুর দিন থেকেই আমার নজর এড়ায়নি। অনেকেই হয়তো এই আগ্রাসী মেজাজ পছন্দ করে না। কেউ কেউ এজন্য কোহলির সমালোচনা করে। কিন্তু এই মুহূর্তে কোহলির আগ্রাসনটাই ভারতীয় ক্রিকেটের একটা প্রধান শক্তি। তাকে খুব বেশি পাল্টে যেতে হয়নি। বরং পাল্টে গিয়েছে তার পাশের মানুষগুলো। আমি মনে করি, ভবিষ্যতেও সে তার আগ্রাসী মনোভাব দিয়ে ভারতকে আরও সাফল্য এনে দিবে।’