সুখবর পেলেন পাকিস্তানের তিন তারকা ক্রিকেটার। তারা হলেন দুই তারকা পেসার হারিস রউফ ও জামান খান। আর লেগ স্পিনার উসামা মীর।অস্ট্রেলিয়ায় আসন্ন বিগ ব্যাশে সুযোগ পাওয়া এই তিন ক্রিকেটারকে এনওসি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ঘরোয়া ও আন্তর্জাতিক খেলার বাইরে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজিতে খেলার জন্য ছাড়পত্র দিতে রাজি হচ্ছিল না পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিষয়টি নিয়ে গণমাধ্যম এবং ক্রিকেটঅঙ্গনে বেশ কিছুুদিন ধরেই চলছিল নানান আলোচনা-সমালোচনা।
অবশেষে বিগ ব্যাশে তিন ক্রিকেটারকে ছাড়পত্র (এনওসি) প্রদান করেছে পিসিবি। ছাড়পত্র পাওয়ায় বিগ ব্যাশে হারিস রউফ ও উসামা মীর ৫টি করে এবং জামান খান ৪টি ম্যাচ খেলতে পারবেন। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৭ থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে।