April 27, 2025, 7:45 pm

সংবাদ শিরোনাম
ভারতে কারাভোগের শেষে বেনাপোল স্হল পথে দেশে ফিরলো ৭ বাংলাদেশি যুবক নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে চোরাইপণ্য আনতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশীর পা বিচ্ছিন্ন চলন্ত ট্রেনে মোবাইল ছিনতাই গুরুতরভাবে আহত ছিনতাইকারী আটক বেনাপোলে ছিনতাই চেষ্টার অভিযোগে ৬ নারী আটক বড়দরগা হাইওয়ে থানা কর্তৃক ৩০ বোতল ফেনসিডিল সহ একজন গ্রেফতার শেরপুর আবাসিক এলাকায় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার -১ সিলেটে আখড়ার সম্পত্তি বিক্রি মন্দির কমিটির নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যশোরে মাদক কারবারিদের পক্ষ নেয়ায় বৈষম্যবিরোধী নেতা সুজনকে গণধোলাই রানা ঝড়-মিরাজ ঘূর্ণিতে টেস্ট জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ টেকনাফে রোহিঙ্গা মানব পাচারকারী আবদুল্লাহর নানান অপকর্ম থেকে নেই? মিথ্যা আশ্রয় নিয়ে প্রতি পক্ষের বিরুদ্ধে মামলা

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড

ডিটেকটিভ ডেক্সঃ

তৃতীয় দিনই ঠিক হয়ে গিয়েছিল ম্যাচের ভাগ্য। চতুর্থ দিনে সেটি আরও সহজ করে দিলেন ব্রাইডন কার্স ও জ্যাকব বেথেল।
বল হাতে আগুণ ঝরিয়েছেন কার্স, নিয়েছেন ছয় উইকেট। আর ব্যাট হাতে দ্রুত ফিফটি হাকিয়ে ম্যাচের ফল এনে দেন বেথেল।

তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৩৪৮ রান করা নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ২৫৪ রানে সবগুলো উইকেট হারিয়ে ফেলে। ফলে প্রথম ইনিংসে ৪৯৯ রান করা ইংলিশদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১০৪ রান। যেটি দ্রুতই তাড়া করে ফেলে তারা।

ক্রাইস্টচার্চে ৬ উইকেটে ১৫৫ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা নিউজিল্যান্ড শুরুতেই হারায় ন্যাথান স্মিথকে। ২১ রানে বিদায় নেন তিনি। একই ওভারে বিদায় নেন ম্যাচ হেনরি। এরপর টিম সাউদি এসে মারকুটে ব্যাটিংয়ে ১২ রান করে সাজঘরে ফেরেন। শেষ জুটিতে ড্যারিল মিচেলকে সঙ্গ দেন উইল ও’রোক। লড়ে যাওয়া মিচেল শেষ পর্যন্ত ৮৪ রানে গিয়ে থামলে শেষ হয় ইনিংস। তার ১৬৭ বলের ইনিংসটি সাজানো ছিল ১২ চার ও ১ ছক্কায়।

ইংল্যান্ডের হয়ে ৪২ রানে ৬ উইকেট নেন কার্স। ৩টি উইকেট নেন ক্রিস ওকস। বাকি উইকেটটি শিকার করেন গুস অ্যাটকিনসন।

রান তাড়ায় নেমে শুরুতেই জ্যাক ক্রলিকে হারায় ইংল্যান্ড। তবে সেই ধাক্কা সামলে এগোতে থাকেন বেন ডাকেট ও বেথেল। ১৮ বলে ২৭ রান করে ডাকেট বিদায় নেওয়ার পর বাকি কাজটা সারেন বেথেল ও জো রুট। ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে সিরিজে এগিয়ে নিয়ে যান তারা। ৩৭ বলে ৫০ রানে অপরাজিত থাকেন বেথেল। রুট করেন অপরাজিত ২৩ রান।

Share Button

     এ জাতীয় আরো খবর