January 19, 2025, 10:34 pm

সংবাদ শিরোনাম
শিবচরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী পালিত পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র। নন্দীগ্রামে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মশালা অনুষ্ঠিত ধনবাড়িতে ছাত্র আন্দোলনে নিহত আহতদের জন্য দোয়া ও জনসভা অনুষ্ঠিত টেকনাফে পাহাড়ের খাদ থেকে হাতির মরদেহ উদ্ধার শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে কর্তৃক চক্ষু শিবির ও ১২ লাখ টাকার চেক হস্তান্তর তার স্ত্রী জানে না সে সধবা নাকি বিধবা-ইকবাল হাসান মাহমুদ টুকু ধনবাড়িতে ছাত্র আন্দোলনে নিহত আহতদের জন্য দোয়া ও জনসভা অনুষ্ঠিত  কোয়ান্টাম ফাউন্ডেশনের অনিয়ম ও মহাজাতকের ভয়াবহ প্রতারণা । পর্ব ০১ মহা দূনীর্তিবাজ ও বিগত ফ্যাসিস্ট সরকারের আস্থাভাজন,অতিরিক্ত সচিব, মোঃ তোফাজ্জেল হোসেনের সাতকাহন

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড

ডিটেকটিভ ডেক্সঃ

তৃতীয় দিনই ঠিক হয়ে গিয়েছিল ম্যাচের ভাগ্য। চতুর্থ দিনে সেটি আরও সহজ করে দিলেন ব্রাইডন কার্স ও জ্যাকব বেথেল।
বল হাতে আগুণ ঝরিয়েছেন কার্স, নিয়েছেন ছয় উইকেট। আর ব্যাট হাতে দ্রুত ফিফটি হাকিয়ে ম্যাচের ফল এনে দেন বেথেল।

তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৩৪৮ রান করা নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ২৫৪ রানে সবগুলো উইকেট হারিয়ে ফেলে। ফলে প্রথম ইনিংসে ৪৯৯ রান করা ইংলিশদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১০৪ রান। যেটি দ্রুতই তাড়া করে ফেলে তারা।

ক্রাইস্টচার্চে ৬ উইকেটে ১৫৫ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা নিউজিল্যান্ড শুরুতেই হারায় ন্যাথান স্মিথকে। ২১ রানে বিদায় নেন তিনি। একই ওভারে বিদায় নেন ম্যাচ হেনরি। এরপর টিম সাউদি এসে মারকুটে ব্যাটিংয়ে ১২ রান করে সাজঘরে ফেরেন। শেষ জুটিতে ড্যারিল মিচেলকে সঙ্গ দেন উইল ও’রোক। লড়ে যাওয়া মিচেল শেষ পর্যন্ত ৮৪ রানে গিয়ে থামলে শেষ হয় ইনিংস। তার ১৬৭ বলের ইনিংসটি সাজানো ছিল ১২ চার ও ১ ছক্কায়।

ইংল্যান্ডের হয়ে ৪২ রানে ৬ উইকেট নেন কার্স। ৩টি উইকেট নেন ক্রিস ওকস। বাকি উইকেটটি শিকার করেন গুস অ্যাটকিনসন।

রান তাড়ায় নেমে শুরুতেই জ্যাক ক্রলিকে হারায় ইংল্যান্ড। তবে সেই ধাক্কা সামলে এগোতে থাকেন বেন ডাকেট ও বেথেল। ১৮ বলে ২৭ রান করে ডাকেট বিদায় নেওয়ার পর বাকি কাজটা সারেন বেথেল ও জো রুট। ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে সিরিজে এগিয়ে নিয়ে যান তারা। ৩৭ বলে ৫০ রানে অপরাজিত থাকেন বেথেল। রুট করেন অপরাজিত ২৩ রান।

Share Button

     এ জাতীয় আরো খবর