শামসুল ইসলাম, নাটোর প্রতিনিধি
পুলিশ সুপার নাটোর মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকষ টিম ১০/০১/২০২৫ তারিখ রাত্রী-০০.৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ৮০ বোতল ফেনসিডিল নামক মাদক দ্রব্য উদ্ধার করে এবং ভ্রাম্যমান চেকপোষ্ট বসিয়ে ডিউটি করা কালে নাটোর থানাধীন বনবেলঘরিয়া এলাকায় কবর স্থানের সামনে থেকে রাজশাহী টু ঢাকাগামী মহাসড়কের উপর হতে ধৃত আসামী ১। মোঃ শামীম রেজা (২৭), পিতা-মৃত একদির হোসেন, মাতা-মোছাঃ সালমা বেগম, সাং-দোছিমানী কাঠাল (কালাম মেম্বারের বাড়ীর পাশ্বে), ০৯ নং ওয়াড, ইউপি-গোমস্তাপুর, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ, ২। মোঃ মোয়াজ্জেম হোসেন (৫২), পিতা-মৃত আমিনুর রহমান, মাতা-মৃত মোছাঃ দৌলতন নেছা, সাং-বোগলা (কুমার পুর), ০৮ নং ওয়াড, ইউপি-গোমস্তাপুর, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয় কে আটক করেন। সেই সময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে থাকা ৮০ (আশি) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নাটোর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।