July 12, 2025, 7:31 pm

সংবাদ শিরোনাম
নবীগঞ্জে সামাজিক সংগঠন বনগাঁও তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে সুন্নতে খতনা সম্পন্ন ফ্যাসিবাদ বিরোধী ‘জুলাই বিপ্লব-নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় ও দোয়া মাহফিল নবীগঞ্জ প্রেসক্লাবের দুই সাংবাদিকের বিরুধকে কেন্দ্র করে হামলা, ভাংচুর ও নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫ হাজার লোকের বিরুদ্ধে মামলা! কর্ম চাঞ্চল্য ফিরেছে শহরে বেনাপোল স্হল পথে কোলকাতায় গেলো ৪০০ কেজি আম বেনাপোল স্থল বন্দরের জলাবদ্ধতা নিরসনে স্থায়ীভাবে পানি নিষ্কাশন সম্ভব নয় বললেন…. বন্দর উপ পরিচালক মামুন তরফদার টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি”র অভিযান ৮১ হাজার ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও লক্ষাধিক টাকা জব্দ : আটক-১ পড়ে যাওয়া মোবাইল ফোন তুলতে মৌলভীবাজারে সেফটি টেংকিতে নেমে ৪ জনের মৃত্যু মৌলভীবাজার পৌরসভার বাজেট ঘোষণা মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত বগুড়ার মতিন সরকারের স্ত্রী, শাশুড়ি ও শশুর গ্রেফতার

বিপিএল তাড়াহুড়ো করে খেলবেন না তামিম

বিপিএল তাড়াহুড়ো করে খেলবেন না তামিম

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

এখন তার থাকার কথা ছিল দক্ষিণ আফ্রিকায়। কিন্তু চোটে সফর শেষ হয়ে গেছে আগেই। মঙ্গলবার তামিম ইকবালকে পাওয়া গেল বিসিবিতে। বাঁহাতি ওপেনার জানালেন তার চোটের বর্তমান অবস্থা।

দক্ষিণ আফ্রিকায় এক দফা স্ক্যান করেই নিশ্চিত হয়েছেন আপাতত মাঠে নামতে পারছেন না। দেশে ফেরার পর আরেক দফা হয়েছে স্ক্যান। আগেই মোটামুটি অনুমিত ছিল, বিপিএলের শুরুটায় খেলতে পারবেন না তামিম। এবার জানালেন আরও সুনির্দিষ্ট করে।

“বিপিএলে কতগুলো ম্যাচ মিস করব, এখনই বলাটা একটু দ্রুত হয়ে যায়। আপাতত দুই সপ্তাহ পুরো রিহ্যাবে থাকতে হবে। তারপর আবার অবস্থা দেখা হবে। মোট কয়টি ম্যাচ মিস হবে, সেটা তখন হয়ত বলতে পারব। তবে এটা নিশ্চিত যে প্রথম দুটি ম্যাচ খেলতে পারব না।”

ঊরুর এই চোট তামিমকে পেয়ে বসেছে দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম প্রস্তুতি ম্যাচেই। চোট পুরো সেরে ওঠার আগেই খেলেছেন টেস্ট ম্যাচ। যেটির খেসারত দিয়ে খেলতে পারেননি পরের টেস্ট ও প্রথম ওয়ানডেতে। দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমে আবার চোট পান পুরোনো জায়গায়। এবার চোট তাকে ধরিয়ে দিয়েছে দেশে ফেরার টিকিট।

বিপিএলে সেটির পুনরাবৃত্তি কোনোভাবেই করতে চান না তামিম। বিপিএলের পর আসছে জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সিরিজ। তামিম তাই নূন্যতম ঝুঁকি নিতে নারাজ।

“আমার চাওয়াটা খুবই পরিষ্কার। আমি প্রাধান্য দেব জাতীয় দলকে। পুরোপুরি সুস্থ না হওয়ার আগ পযন্ত আমার মনে হয় না খেলা উচিত হবে। এই কাজ আমি করবও না।”

“বিপিএল সবার জন্য গুরুত্বপূণ একটা টুর্নামেন্ট। কিন্তু জাতীয় দলেরও খেলা আছে। আমার কাছে সেটির গুরুত্বই বেশি। শ্রীলঙ্কার সাথে বড় সিরিজ হবে। বিপিএলে যত ম্যাচই মিস হোক না কেন, আমি পুরোপুরি সুস্থ হয়ে নামব।”

বিপিএলে এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলবেন তামিম। সিলেট পর্বে কুমিল্লার খেলা ৫ ও ৭ নভেম্বর। এই দুটি ম্যাচ নিশ্চিতভাবেই খেলছেন না তামিম। পরের ম্যাচ ১২ নভেম্বর। মাঝে সময় আছে কদিন। হয়ত তখনই নিজের অবস্থা বুঝতে পারবেন অভিজ্ঞ ব্যাটসম্যান।

Share Button

     এ জাতীয় আরো খবর