নিজস্ব প্রতিবেদক :
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের উদ্যোগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জনাব তারেক রহমানের নির্দেশে দুস্থ মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় রবিবার(৫জানুয়ারী)।
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মীম এর সভাপতিত্বে প্রধান অতিথি:-সাইফুল আলম নীরব সাবেক আহবায়ক, বিএনপি উত্তর বিশেষ অতিথি :- নাজমুল হক মাসুম, আহ্বায়ক, হাতিরঝিল থানা বিএনপি।
আলোচনা সভায় বক্তারা বলে, ২০১৮সালে জাতীয় নির্বাচনে বিএনপি কতৃক প্রার্থী ছিলেন ঢাকা-১২ আসনের জনাব সাইফুল আলম নীরব সাহেব বলেন : শেখ হাসিনা সরকারের সমালোচনা করে বলেন শেখ হাসিনা রাষ্ট্রীয় চোরদের নিয়ে চলা ফেরা করতেন বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকার মত শেখ পরিবার নিয়ে গেছেন বিদেশে এবং শেখ মুজিবুর রহমান আক্ষেপ করে বলেছিলেন আমার ডানে চোর বামে চোর ৭কোটি কম্বল ছিল তার কম্বল চোরেরা নিয়ে গেছে। তার তার ধারাবাহিকতায় মজিব কন্যার মেয়ে রাষ্ট্রীয় লুটপাট করেছেন বলে অভিযোগ করেন সাইফুল আলম নীরব।
শীত বস্ত্র বিতরণ কর্মসূচিতে ছিল ছাত্রদল তেজগাঁও থানা, হাতিরঝিল, শেরে বাংলা নগর থানা,তেজগাঁও শিল্পাঞ্চল থানা ছাত্রদল সহ বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পিডিনিউজ/আকতার হোসেন