রাকিবুল হাসান(রকি)শিবচর(মাদারীপুর)প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে পূর্ব শত্রুতার জেরে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন অন্তত ২ জন। এতে শিবচর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার (০৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ ঘটিকায় উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চর কামারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- পশ্চিম চর কামারকান্দি এলাকার যাচ্চু মৃধার স্ত্রী রেখা বেগম ও মৃত আশরাফ আলী মৃধার ছেলে যাচ্চু মৃধা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পশ্চিম চর কামারকান্দি গ্রামের শাহজাহান মৃধা সঙ্গে একই এলাকার মতিউর রহমান তোতা ও মাহবুব ভূইয়ার সঙ্গে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
শনিবার (৪ জানুয়ারী) বিকেল সাড়ে তিনটার দিকে বিরোধপূর্ণ ফসলি জমিতে মতিউর তার লোকজন নিয়ে ড্রেজার বসায়। এতে বাধা দেয় শাহজাহান মৃধা ও তার পরিবারের লোকজন।
এ সময় উভয়পক্ষের লোকজনের সঙ্গে কথার কাটাকাটি হয়। একপর্যায়ে মতিউর রহমান তোতা ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যাচ্চু মৃধার স্ত্রী রেখা বেগম ও মৃত আশরাফ আলী মৃধার ছেলে যাচ্চু মৃধা উপর আক্রমণ করে। এতে নারীসহ আহত হন অন্তত ২ জন।
হামলার শিকার রেখা বেগম (৩৫)’কে আহত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তিনি উপজেলার
পশ্চিম চর কামারকান্দি গ্রামের যাচ্চু মৃধার স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা যায় রেখা বেগম গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তার মাথায় ৪ টি সেলাই লেগেছে। শাহজাহান মৃধা বলেন, আমাদের জায়গায় জোরপূর্বক ভাবে ড্রেজার বসাতে গেলে আমারা বাধা দিলে আমাদের ওপর হামলা চালায় মতিউর ও তার লোকজন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে।’