January 19, 2025, 9:34 pm

সংবাদ শিরোনাম
শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে কর্তৃক চক্ষু শিবির ও ১২ লাখ টাকার চেক হস্তান্তর তার স্ত্রী জানে না সে সধবা নাকি বিধবা-ইকবাল হাসান মাহমুদ টুকু ধনবাড়িতে ছাত্র আন্দোলনে নিহত আহতদের জন্য দোয়া ও জনসভা অনুষ্ঠিত  কোয়ান্টাম ফাউন্ডেশনের অনিয়ম ও মহাজাতকের ভয়াবহ প্রতারণা । পর্ব ০১ মহা দূনীর্তিবাজ ও বিগত ফ্যাসিস্ট সরকারের আস্থাভাজন,অতিরিক্ত সচিব, মোঃ তোফাজ্জেল হোসেনের সাতকাহন দেশের রাজনীতিতে আ.লীগের কবর রচনা হয়েছে- নুরুল হক নুর চট্রগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৩৬ হাজার পিস ইয়াবাসহ আটক ২ মাইক্রোবাস জব্দ। ঘোড়াঘাটে পতিত জমিতে কমলা চাষে আলোচনার শীর্ষে বদরুল আলম চকরিয়ায় স্ত্রীকে হত্যা ,স্বামী মেহেদী হাসান লামায় গ্রেফতার মোংলায় বিএনপির সংবাদ সম্মেলন

বেনাপোল দৌলতপুর সীমান্তে উভয় দেশের শান্তি রক্ষায় বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক

বেনাপোল থেকে এনামুলহকঃ

বেনাপোল দৌলতপুর সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে সুসম্পর্ক ও বন্ধুত্ব বজায় রাখার জন্য পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

০৬ জানুয়ারি সোমবার সকাল ১১ টার সময় ২১ বিজিবি খুলনা ব্যাটালিয়নের আহ্বানে শার্শা উপজেলার দৌলতপুর সীমান্তে ২১ বিজিবি ও ০৫ বিএসএফের মধ্যে অধিনায়ক পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

এ বৈঠকটি সকাল ১১টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত চলে, যা দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের মেইন পিলার ১৭/১৬ এস থেকে প্রায় ১৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামার বাড়ী নামক স্থানে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের পক্ষে ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ারের নেতৃত্বে ১২ জন প্রতিনিধি এবং ভারতের পক্ষে ০৫ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রী রাজেন্দ্র সিংয়ের নেতৃত্বে ১২ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। উভয় পক্ষ কুশলাদি বিনিময় করেন এবং সীমান্তের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, যেখানে পূর্বনির্ধারিত কোনো নির্দিষ্ট পয়েন্ট ছিল না।

উল্লেখ্য শীতকালীন সময়ে গরু চোরাচালান ও মানব পাচারের সম্ভাব্য বৃদ্ধি নিয়ে উভয় পক্ষ সহযোগিতার আশ্বাস দেন। বিশেষ করে বিজিবি অধিনায়ক সীমান্তে কোনো প্রকার হত্যাকাণ্ড যেন না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানান। বিএসএফের কমান্ড্যান্ট এ বিষয়ে আশ্বস্ত করেন যে, এমন কোনো ঘটনা আর ঘটবে না।

বৈঠকের শেষ পর্যায়ে, উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক ও বন্ধুত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে শান্তিপূর্ণভাবে এ বৈঠক শেষ হয।

Share Button

     এ জাতীয় আরো খবর