January 16, 2025, 8:46 am

সংবাদ শিরোনাম
মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক

কোহলি টানা চতুর্থবার ভারতের সেরা

কোহলি টানা চতুর্থবার ভারতের সেরা

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ব্যাট হাতে আর নেতৃত্বে যে সাফল্য, স্বীকৃতিটা একরকম অবধারিতই ছিল। আনুষ্ঠানিক ঘোষণাও হয়ে গেল। ২০১৬-১৭ ও ২০১৭-১৮ মৌসুমে ভারতের বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার পলি উমরিগর অ্যাওয়ার্ড জিতেছেন বিরাট কোহলি। এই নিয়ে টানা চারবার এই পুরস্কার জিতলেন ভারত অধিনায়ক।

প্রথমবারের মতো মেয়েদের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারও দিচ্ছে বিসিসিআই। ২০১৬-১৭ মৌসুমের সেরা মনোনীত হয়েছেন হারমানপ্রিত কাউর, ২০১৭-১৮ মৌসুমের সেরা স্মৃতি মান্ধানা।

আগামী মঙ্গলবার বেঙ্গালুরুতে হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এবার দুই মৌসুমের পুরস্কার একসঙ্গে দিচ্ছে বিসিসিআই। এই দুই বারের আগে ২০১৪-১৫ ও ২০১৫-১৬ মৌসুমেও পলি উমরিগর অ্যাওয়ার্ড জিতেছিলেন কোহলি। টানা চারবারের আগে জিতেছেন আরও একবার, ২০১১-১২ মৌসুমে।

মাঝে ২০১২-১৩ মৌসুমে জিতেছেন রবিচন্দ্রন অশ্বিন, ২০১৩-১৪ মৌসুমে ভুবনেশ্বর কুমার।

২০১৭-১৮ মৌসুমে টেস্টে ৮৯.৬০ গড়ে ৮৯৬ রান করেছেন কোহলি, ওয়ানডেতে করেছেন ৯১ গড়ে ১ হাজার ১ রান।

বর্তমানে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে তিনি দুই নম্বর, ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। তার নেতৃত্বে ভারত উঠেছে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। ওয়ানডেতে ভারত ছিল শীর্ষে, এখন দুই নম্বরে।

সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন সাবেক ক্রিকেটার ও কোচ অংশুমান গায়কোয়াড়।

 

 

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর