শীর্ষে দক্ষিণ আফ্রিকা
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এর প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে ভারতকে টপকে আবারও শীর্ষস্থান দখল করেছে প্রোটিয়ারা।
সম্প্রতি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে শীর্ষ স্থান দখলে নিয়েছিল বিরাট ভারত। কিন্তু বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের পর ৬২৪৪ পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের শীর্ষে ফিরেছে প্রোটিয়ারা। আর দুইয়ে নেমে যাওয়া ভারতের পয়েন্ট ৫৯৯৩।
এদিকে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হার সত্ত্বেও র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানেই রয়েছে বাংলাদেশ। বর্তমানে মাশরাফিদের রেটিং ৯২।