কোহলিকে ঝামেলায় ফেলবে অ্যান্ডারসন: ম্যাকগ্রা
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
২০১৯ ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। তাই ভারতের আসন্ন ইংল্যান্ড সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিন্তু এই সফরে টেস্ট এবং ওয়ান ডে ম্যাচে জয় করা যে খুব একটা সহজ হবে না তা বলে দিচ্ছেন প্রাক্তন অসি পেসার গ্লেন ম্যাকগ্রা। সঙ্গে তিনি এও জানান ফর্মে থাকা জিমি অ্যান্ডারসন বিরাট কোহলির জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন।
২০১৪ সালের ‘মেন ইন ব্লু’র ইংল্যান্ড সফরে সমস্যায় পড়েছিলেন বিরাট কোহলি সহ ভারতীয় দল। কিন্তু আজকের ভারত অধিনায়ক অনেক বেশি অভিজ্ঞ এবং পরিপক্ক।
বিষয়টির উল্লেখ করে ম্যাকগ্রা বলেন, ‘কোহলি এখন অনেক বেশি অভিজ্ঞ৷ ও যে প্রতিভাবান সে বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু ইংল্যান্ডের পরিবেশ খুব কঠিন। যখন আপনার কাছে জিমি অ্যান্ডারসনের মত বোলার থাকে, এবং সে ভালো বল করে, তখন পরিস্থিতি আরও জটিল হয়। আপনাকে ওই চ্যালেঞ্জটা নিতেই হবে। কোহলি একজন জাত ক্রিকেটার। আমি মুখিয়ে রয়েছি কোহলি-অ্যান্ডারসন দ্বৈরথ দেখার জন্য।’
তবে শুধু ভারত অধিনায়কে নিয়েই নয় ‘মেন ইন ব্লু’র পেসারদের নিয়েও মতামত দেন ম্যাগ্রা। তিনি বলেন, ‘ভুবি এবং বুমরাহের নিজের গতি এবং বলের উপর নিয়ন্ত্রণ রয়েছে। যেটা ইংল্যান্ডে খুব জরুরী। যদি আপনি পরপর ঠিক জায়গাতে বল ফেলতে পারেন তাহলে ভালো কিছু ঘটবেই।
দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডি’ ভিলিয়ার্সের অবসর ঘোষণা নিয়ে সাবেক অসি পেসার জানান, ‘ ডি’ ভিলিয়ার্স একজন অসাধারণ প্লেয়ার। ওর কড়ে আঙ্গুলের মত প্রতিভা রয়েছে আমার। ওকে মিস করবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।