মোহামেডানকে হারিয়ে আবাহনীর প্রতিশোধ
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
দারুণ জমে ওঠা ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে প্রতিশোধ নিয়েছে আবাহনী লিমিটেড। প্রিমিয়ার ডিভিশন হকির সুপার ফাইভের ম্যাচে ৩-২ গোলে জিতেছে মাহবুব হারুনের দল।
লিগের প্রথম পর্বে মোহামেডানের কাছে ২-১ গোলে হেরেছিল আবাহনী। ১৪ ম্যাচে ১২ জয়ে ৩৬ পয়েন্ট আবাহনীর। সোমবার প্রথম ম্যাচে হাসান যুবায়ের নিলয়ের হ্যাটট্রিকে অ্যাজাক্সকে ৯-১ গোলে হারানো মেরিনার ইয়াংসের পয়েন্টও মোহামেডানের মতো ৩৬। অবশ্য মেরিনার্স ও মোহামেডান এক ম্যাচ কম খেলেছে।