একাই ৬টি পুরস্কার জিতলেন রাবাদা
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
দুই বছর আগে গড়েছিলেন ইতিহাস। এবার সেটিরই পুনরাবৃত্তি। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার বাৎসরিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আবারও কাগিসো রাবাদার জয়জয়কার। তরুণ এই ফাস্ট বোলার একাই জিতেছেন ৬টি পুরস্কার।
২০১৬ সালেও ৬টি পুরস্কার জিতেছিলেন রাবাদা। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার অ্যাওয়ার্ডে একাই কারও ৬টি পুরস্কার জয়ের প্রথম কীর্তি ছিল সেটি।
বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ক্রিকেটার অব দা ইয়ার তো রাবাদা জিতেছেনই, পাশাপাশি জিতেছেন বর্ষসেরা টেস্ট ক্রিকেটার, বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার, ক্রিকেটারদের ভোটে সেরা ক্রিকেটার, সমর্থকদের ভোটে সেরা ক্রিকেটার এবং বর্ষসেরা ডেলিভারির পুরস্কার।
গত মার্চে কেপ টাউন টেস্টে ডেভিড ওয়ার্নারের স্টাম্প উপড়ে ফেলা বলটিতে জিতেছেন বছরের সেরা ডেলিভারির পুরস্কার।
শীর্ষ ক্যাটেগরিগুলোর মধ্যে একটিই কেবল জিতেছেন রাবাদা ছাড়া অন্য কেউ। বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন সদ্য অবসরে যাওয়া এবি ডি ভিলিয়ার্স।
সেরা নতুন মুখের পুরস্কার অনুমিত ভাবেই জিতেছেন এইডেন মারক্রাম। টেস্ট ক্রিকেটে অভিষেক মৌসুম্ হাজার রান করেছেন এই ব্যাটসম্যান, ওয়ানডেতে দলকে নেতৃত্বের স্বাদও পেয়েছেন।
গত অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরিতে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়া ডেভিড মিলার পেয়েছেন “অলওয়েজ অরিজিনাল অ্যাওয়ার্ড।”
মেয়েদের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন অধিনায়ক ডানে ফন নিকার্ক। ক্রিকেটারদের ভোটে মেয়েদের সেরা হয়েছেন লরা উলভার্ট। ১৯ বছর বয়সী ব্যাটার পাশাপাশি জিতেছেন মেয়েদের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কারও।