ছুটিতে বিশ্বকাপের আগে রোনালদো
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
ক্লাব ফুটবলের ব্যস্ত মৌসুম শেষে ক্লান্তি কাটাতে এই মুহূর্তে ছুটিতে আছেন ক্রিস্তিয়ানো রোনালদো। বিশ্বকাপের আগে দলের সেরা খেলোয়াড়ের বিশ্রাম দরকার বলে মনে করেন পর্তুগাল কোচ ফের্নান্দো সান্তোস।
এ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে পর্তুগাল অধিনায়ক। টুর্নামেন্টে ১৫ গোল করে তাতে বড় অবদান ৩৩ বছর বয়সী রোনালদোর। ক্লাবের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে করেন ৪৪ গোল। প্রথম ফুটবলার হিসেবে পাঁচ বার ব্যালন ডি’অর জয়ের পাশাপাশি পাঁচ বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তি গড়েন রোনালদো।
ছুটি কাটিয়ে রোনালদো ফুরফুরে মেজাজে দলে ফিরবেন, প্রত্যাশা সান্তোসের।
“ক্রিস্তিয়ানো ছুটিতে। তাকে ডেকে আমি বিরক্ত করতে চাই না। অনেক দিন ধরে অনেক পরিশ্রমের পর সে ক্লান্ত। ক্রিস্তিয়ানোর সাথে আমার কথা বলতে হবে না।”
“আশা করি, দারুণ একটা ছুটি কাটিয়ে সে ভালো অবস্থায় ফিরতে পারবে। সেটাই গুরুত্বপূর্ণ।”
গত সোমবার তিউনিশিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে পর্তুগাল। আগামি ৩ ও ৭ জুন বেলজিয়াম ও আলজেরিয়ার বিপক্ষে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল।
১৫ জুন স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। গ্রুপ ‘বি’তে সাবেক ইউরো চ্যাম্পিয়নদের অন্য দুই সঙ্গী ইরান ও মরক্কো।