January 16, 2025, 4:37 am

সংবাদ শিরোনাম
মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক

আফগান কোচের রোজায় সমস্যা নেই

আফগান কোচের রোজায় সমস্যা নেই

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্বে আছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ফিল সিমন্স। তিনি কোচ থাকা সময়েই ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার অধীনে আফগানিস্তানের প্রথম টেস্টের প্রস্তুতিটাও হচ্ছে বেশ। তবে রমজান মাস চলায় ক্রিকেটাররা কিছুটা ক্লান্ত হয়ে পড়েন। কিন্তু এই পবিত্র রমজান মাসে ৫ দিনের টেস্ট খেলা নিয়ে মোটেই চিন্তিত নন কোচ।

সিমন্সের মতে, আফগানিস্তান দলে বেশ ফিট ক্রিকেটাররা খেলছেন। এই দল দুবার আইসিসির ইন্টার-কন্টিনেন্টাল কাপ (চার দিনের ম্যাচ) জিতেছে। তাই নিজের দলের সদস্যদের ওপর পুরোপুরি ভরসা আছে কোচের। এমনকি রোজা রেখে অনুশীলন ও খেলা চালিয়ে যাওয়াতেও সমস্যা দেখেন না কোচ। উল্টো মুসলিমদের এই প্রার্থনার প্রতি সম্মান জানিয়েছেন তিনি।

সিমন্স বলেন, ‘আমি গেল বছর থেকে তাদের সঙ্গে আছি। আমিও একাধিকবার তাদের সঙ্গে রোজা রাখার চেষ্টা করেছি তাই আমি জানি তাদের জন্য এটা কতটা কষ্টের। এটাই তাদের ধর্মীয় সংস্কৃতি, এটা তারা অনেককাল থেকেই পালন করে আসছে। এটাই প্রথমবার নয়, এর আগেও তারা রোজা অবস্থায় খেলেছে। আমি তাদের পছন্দ এবং সিদ্ধান্তে সম্মান জানাই।’

রমজান কোনো সমস্যা না হলেও সিমন্সের মতে, পাঁচ দিন ভারতের মতো দলের বিপক্ষে টিকে থাকার মানসিকতাই আসল। বলেন, ‘প্রথম টেস্টের পরই তারা এই খেলার উচ্চতা ও গুরুত্ব বুঝতে পারবে। তারা শিখতে পারবে কিভাবে মাঠে টিকে থাকতে হবে। মানসিকতা দৃঢ় করতে হবে।’

৩,৫ ও ৭ জুন বাংলাদেশের বিপক্ষে ভারতের দেরাদুনে তিন ম্যাচের টি-টিয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। এরপর ১৪-১৮ জুন ভারতের বিপক্ষে সাদা পোশাকের অভিষেক টেস্ট খেলবে যুদ্ধ বিদ্ধস্ত এই দেশটি।

Share Button

     এ জাতীয় আরো খবর