তামিমরা লর্ডসে খেলবেন আফ্রিদির নেতৃত্বে
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
হারিকেন বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজের সাতটি স্টেডিয়ামের পুনর্গঠনে বৃহস্পতিবার রাতে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বিশ্ব একাদশ। প্রথমে ইংল্যান্ডের ইয়ন মরগানের এই দলকে নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও পরে চোটের জন্য না খেলার সিদ্ধান্ত নেন তিনি। পরিবর্তে পাক অলরাউন্ডার শাহিদ আফ্রিদি এই দলের নেতৃত্ব দেবেন। দলটিতে আছেন বাংলাদেশের মারকুটে ওপেনার তামিম ইকবালও।
অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ দলকে নেতৃত্ব দেবেন কার্লোস ব্র্যাথওয়েট। দলে থাকছেন ক্রিস গেল, আন্দ্রে রাসেল, এভিন লিউয়িস, স্যামুয়েল বদ্রিদের মতো তারকারা। ম্যাচটি বাংলাদেশ সময় ১১টায় খেলা হবে।
ওয়েস্ট ইন্ডিজ: কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), রায়া এ¤্রতি, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, এভিন লুইস, অ্যাশলে নার্স, কিমো পল, রভম্যান পাওয়েল, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, স্যামুয়েল বদ্রি, মার্লন স্যামুয়েলস ও কেসরিক উইলিয়ামস।
বিশ্ব একাদশ: শহিদ আফ্রিদি (অধিনায়ক), দিনেশ কার্তিক, মিচেল ম্যাকক্লেনাগ্যান, থিসারা পেরেরা, রশিদ খান, লুক রঞ্চি, শোয়েব মালিক, তামিম ইকবাল, সন্দীপ লামিচানে, আদিল রশিদ, মোহাম্মদ সামি, স্যাম বিলিংস, স্যাম কারেন ও টাইমাল মিলস।