January 15, 2025, 11:55 pm

সংবাদ শিরোনাম
ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

লর্ডসে পাকিস্তানের সহজ জয়

লর্ডসে পাকিস্তানের সহজ জয়

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

আগের দিন ইনিংস ব্যবধানে পরাজয়ের চোখ রাঙানি এড়ানো ইংল্যান্ড চতুর্থ দিন গুটিয়ে গেল দ্রুত। ছোট লক্ষ্য তাড়ায় বেগ পেতে হয়নি পাকিস্তানকে। মোহাম্মদ আব্বাসের দারুণ বোলিংয়ে চার দিনেই লর্ডস টেস্ট জিতেছে সরফরাজ আহমেদের দল।

প্রথম টেস্ট ৯ উইকেটে জিতে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেছে পাকিস্তান।

৬৪ রানের ছোট লক্ষ্য তাড়ায় তৃতীয় ওভারে আজহার আলিকে হারায় অতিথিরা। এক বাউন্ডারি হাঁকিয়ে জেমস অ্যান্ডারসনের বলে বোল্ড হয়ে যান পাকিস্তানের ওপেনার।

অন্য ওপেনার ইমাম-উল-হককে নিয়ে লাঞ্চের আগেই বাকিটা সারেন হারিস সোহেল। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৬ চার আর এক ছক্কায় ৩২ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন সোহেল, দুটি চারে ১৮ রানে ইমাম।

এর আগে ৬ উইকেটে ২৩৫ রান নিয়ে রোববারের খেলা শুরু করে ইংল্যান্ড। আগের দিনের ১২৫ রানের সঙ্গে আর একটি রান যোগ করে ভাঙে স্বাগতিকদের সপ্তম উইকেট জুটি।

৬৭ রান করা বাটলারকে এলবিডব্লিউ করে ইংলিশদের প্রতিরোধ ভাঙেন আব্বাস। পরে এই পেসার বিদায় করেন স্টুয়ার্ট ব্রডকে।

মার্ক উডকে কট বিহাইন্ড বরার পর ডমিনিক বেসকে বোল্ড করে ইংল্যান্ডকে ২৪২ রানে গুটিয়ে দেন মোহাম্মদ আমির। চতুর্থ দিন স্বাগতিকদের ইনিংস টিকে মোটে ২৫ বল, যোগ হয় মাত্র ৭ রান।

৩৬ রানে ৪ উইকেট নেন বাঁহাতি পেসার আমির। আরেক পেসার আব্বাস ৪১ রানে নেন ৪ উইকেট। ম্যাচে ৬৪ রানে ৮ উইকেট নিয়ে দলের জয়ে সবচেয়ে বড় অবদান তারই।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ১৮৪

পাকিস্তান ১ম ইনিংস: ৩৬৩

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: (আগের দিন ২৩৫/৬) ৮২.১ ওভারে ২৪২ (বাটলার ৬৭, বেস ৫৭, উড ৪, ব্রড ০, অ্যান্ডারসন ০*; আমির ৪/৩৬, আব্বাস ৪/৪১, ফাহিম ০/৩১, হাসান ০/৫৮, শাদাব ২/৬৩)

পাকিস্তান ২য় ইনিংস: (লক্ষ্য ৬৪) ১২.৪ ওভারে ৬৬/১ (আজহার ৪, ইমাম ১৮*, সোহল ৩৯*; অ্যান্ডারসন ১/১২, ব্রড ০/১৩, বেস ০/২৯, উড ০/৭)

ফল: পাকিস্তান ৯ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ আব্বাস

Share Button

     এ জাতীয় আরো খবর