January 15, 2025, 9:36 pm

সংবাদ শিরোনাম
ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ডি ভিলিয়ার্স

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ডি ভিলিয়ার্স

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

সবাইকে অবাক করে হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। নিজের ফেসবুক ভেরিফাইড পেজে এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি ব্যাপারটি নিশ্চিত করেন।

কিন্তু ঠিক কি কারণে ক্রিকেটের ৩৬০ ডিগ্রি খ্যাত এই তারকা অবসর নিলেন? আজ আমি একটি বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছি, ভিডিওর ক্যাপশনে এমনটি লিখে তিনি বলেন, ‘ ১১৪ টি টেস্ট, ২২৮টি ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টি শেষে সত্যি কথা বলতে আমি ক্লান্ত। এতদিন আমার সময় ছিল, এখন অন্য কাউকে এই দায়িত্ব বুঝে নিতে হবে। এটা আমার জন্য কঠিন সিদ্ধান্ত ছিল। এর জন্য অবশ্য আমি দীর্ঘ সময় ভেবেছি। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে অসাধারণভাবে সিরিজ জেতার পর আমার মনে হয়েছে এখনই সরে দাঁড়ানোর সঠিক সময়।’

তিনি আরও বলেন, ‘এটা কোনো ব্যাপার না যে, প্রোটিয়াদের হয়ে আমি কখন কোন ফরম্যাটে খেলেছি। আমি দ.আফ্রিকার কোচ ও স্টাফদের প্রতি কৃতজ্ঞ যে, তারা আমাকে প্রচুর সমর্থন দিয়েছে। সবচেয়ে বড় ধন্যবাদ দিতে চাই আমার ক্যারিয়ার জুড়ে যারা আমার সতীর্থ হিসেবে ছিল। আমার এই মুহূর্তে দেশের বাইরে খেলার কোনো পরিকল্পনা নেই। আমি ঘরোয়া দল টাইটান্সের হয়ে থাকবো এবং দক্ষিণ আফ্রিকা ও ফাফ ডু প্লেসিসে (বর্তমান অধিনায়ক) সমর্থন দিয়ে যাবো।

Share Button

     এ জাতীয় আরো খবর