January 15, 2025, 11:26 am

সংবাদ শিরোনাম
তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মৌলভীবাজারে আন্তঃব্যাংক দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ

মশাহিদ আহমদ, মৌলভীবাজারঃ

মৌলভীবাজারে প্রথমবারের মতো আন্তঃব্যাংক দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৮ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান টাউন কামিল মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে গতকাল (২৮ ফেব্রুয়ারি) সন্ধায়। মৌলভীবাজার ব্যাংক অফিসার্স এসাসিয়েশন সভাপতি ও সোনালী ব্যাংক লিঃ, প্রধান শাখার এসিসট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ এমরান উল্লাহ’র সভাপতিত্বে ও বিডিবিএল মৌলভীবাজার ব্রাঞ্চের প্রিন্সিপাল অফিসার মোঃ আশরাফ-উল-আলম এর সঞ্চালনায় ও উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাউর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মার্কেন্টাইল ব্যাংক লিঃ এর ডিরেক্টর প্রকৌশলী মোহাম্মদ মনসুরুজ্জামান, এনসিসি ব্যাংক লিঃ, মৌলভীবাজার শাখার ম্যানেজার ও এসোসিয়েশনের উপদেষ্টামন্ডলীর সদস্য বিমান কান্তি ঘোষ, সাউথ-ইস্ট ব্যাংক লিঃ, মৌলভীবাজার শাখার ম্যানেজার ও এসোসিয়েশনের উপদেষ্টামন্ডলীর সদস্য শোয়েব আহমদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক ও এসাসিয়েশনের সহ-সভাপতি মোঃ সায়েদুর রহমান, অগ্রণী ব্যাংক লিঃ মৌলভীবাজার শাখার ম্যানেজার ও এসোসিয়েশনের সহ-সভাপতি ভজন চন্দ্র দাশ, ব্র্যাক ব্যাংক লিঃ, মৌলভীবাজার শাখার ম্যানেজার ও এসোসিয়েশনের নির্বাহী সদস্য মোঃ সাইফুল আলম, ডাচ-বাংলা ব্যাংক লিঃ, মৌলভীবাজার শাখার ম্যানেজার ও এসোসিয়েশনের নির্বাহী সদস্য এএসএম শামীম চৌধুরী, ট্রাস্ট ব্যাংক লিঃ, মৌলভীবাজার শাখার ম্যানেজার ও এসোসিয়েশনের নির্বাহী সদস্য মোঃ ফরিদ উদ্দিন, বেসিক ব্যাংক লিঃ মৌলভীবাজার শাখার ম্যানেজার ও এসোসিয়েশনের নির্বাহী সদস্য মোমিনুল হক চৌধুরী, সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ মৌলভীবাজার শাখার ম্যানেজার ও এসোসিয়েশনের নির্বাহী সদস্য কামরুল হাসান, আইসিবি ইসলামী ব্যাংক লিঃ, মৌলভীবাজার শাখার ম্যানেজার ও এসোসিয়েশন এর নির্বাহী সদস্য আইনুদ্দিন মিন্টু, বিডিবিএল, মৌলভীবাজার ব্রাঞ্চের এসিসট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ মমতাজ উদ্দীন। টুর্নামেন্টটির পরিচালনার দায়িত্বে ছিলেন- ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, মৌলভীবাজার এর সাধারণ সম্পাদ্ক জুনেদ আহমদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান পিন্টু এবং ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল গফফার বাবলু। সপ্তাহব্যাপী চলমান এ টুর্নামেন্টে মোট ১৬ টি ব্যাংকের কর্মকর্তাবৃন্দের সমন্বয়ে গঠিত দ্বৈত মোট ১৬টি টিম অংশগ্রহণ করে। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ উক্ত ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ টিমের মধ্যে ট্রফি এবং অংশগ্রহণকারী সকল টিমের সদস্যের মধ্যে স্যুভনির ট্রফি প্রদান করেন। দৈনন্দিন ব্যাংকিং কর্মকান্ডের পাশাপাশি ব্যাতিক্রমধর্মী এমন আয়োজন ব্যাংকারদের চাপমুক্ত রাখতে এবং দেশের চলমান ধারাবাহিক উন্নয়নে ব্যাংকারদের আরো বেশী অবদান রাখতে সহায়ক হবে বলে তাঁরা মন্তব্য করেন। ভবিষ্যতেও ব্যাংক কর্মকর্তাদের নিয়ে গঠিত এই এসোসিয়েশনটি এই অঞ্চলের ব্যাংকার, সমাজ ও জাতির জন্য আরো নানাবিধ উন্নয়নমূলক কাজে নিরবিচ্ছিন্নভাবে সফলতার সাথে কাজ করবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

প্রাইভেট ডিটেকটিভ/১ মার্চ ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর