জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
জেলা প্রশাসন, সুনামগঞ্জ কর্তৃক নিয়ন্ত্রিত সমাজে পিছিয়েপড়া বিশেষ চাহিদা সম্পন্ন অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৮ অদ্য ২৪-০২-২০১৮ খ্রিঃ তারিখ রোজ শনিবার, সকাল ৯.৩০ ঘটিকার সময় স্কুল প্রাঙ্গণ মাঠে বিভিন্ন প্রকার খেলাধুলার উপর প্রতিযোগিতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ সাবিরুল ইসলাম এর সহধর্মীনি জনাব লুবনা আফরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব, জনাব ডাঃ আশুতোষ দাশ, সিভিল সার্জন, সুনামগঞ্জ, জনাব নুরুর রব চৌধুরী, সদস্য, জাতীয় সমাজকল্যাণ পরিষদ। জনাব আল-আমিন, জেলা ক্রীড়া অফিসার, সুনামগঞ্জ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ মিজানুল হক সরকার, প্রধান শিক্ষক, অত্র স্কুল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাকিল আহমেদ, নেজারত ডেপুটি কালেকক্টর, জনাব ফারজানা আক্তার ববি, সহকারি কমিশনার, জনাব আখতার জাহান সাথী, সহকারী কমিশনার, জনাব তোফাজ্জল হোসেন চৌধুরী, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, জনাব মোঃ তানজিল হক, কনসালট্যান্ট (ফিজিও থেরাপী), জনাব সুবিমল চক্রবর্তী চন্দন, সদস্য স্কুলের ব্যবস্থাপনা কমিটি এবং জনাব মোঃ আল আমিন, অভিভাবক প্রতিনিধি (পুরুষ), জনাব সুষ্মিতা দে, অভিভাবক প্রতিনিধি (মহিলা) প্রমুখ উপস্থিত ছিলেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের জন্য ২২ টি শাখায় সর্বমোট ৬৬ টি এবং অভিভাবকবৃন্দের ১২ টি শাখায় প্রতিযোগিতা সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন যে, বিশেষ চাহিদা সম্পন্ন অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের অভিভাবকবৃন্দকে আরো মনোযোগী হতে হবে। বেশি করে বৃত্তিমূলক কাজে নিয়োজিত করে আয়বর্ধনমূলক কাজে আগ্রহী করে থুলতে হবে। সমাজের বিত্তবান সমাজ সেবিদের অত্র স্কুলের পাশে দাড়াবার আহবান জানান।
প্রাইভেট ডিটেকটিভ/২৫ ফেব্রুয়ারি ২০১৮/রুহুল আমিন