January 15, 2025, 4:49 am

সংবাদ শিরোনাম
তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৮ উদ্যাপন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

জেলা প্রশাসন, সুনামগঞ্জ কর্তৃক নিয়ন্ত্রিত সমাজে পিছিয়েপড়া বিশেষ চাহিদা সম্পন্ন অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৮ অদ্য ২৪-০২-২০১৮ খ্রিঃ তারিখ রোজ শনিবার, সকাল ৯.৩০ ঘটিকার সময় স্কুল প্রাঙ্গণ মাঠে বিভিন্ন প্রকার খেলাধুলার উপর প্রতিযোগিতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ সাবিরুল ইসলাম এর সহধর্মীনি জনাব লুবনা আফরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব, জনাব ডাঃ আশুতোষ দাশ, সিভিল সার্জন, সুনামগঞ্জ, জনাব নুরুর রব চৌধুরী, সদস্য, জাতীয় সমাজকল্যাণ পরিষদ। জনাব আল-আমিন, জেলা ক্রীড়া অফিসার, সুনামগঞ্জ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ মিজানুল হক সরকার, প্রধান শিক্ষক, অত্র স্কুল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাকিল আহমেদ, নেজারত ডেপুটি কালেকক্টর, জনাব ফারজানা আক্তার ববি, সহকারি কমিশনার, জনাব আখতার জাহান সাথী, সহকারী কমিশনার, জনাব তোফাজ্জল হোসেন চৌধুরী, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, জনাব মোঃ তানজিল হক, কনসালট্যান্ট (ফিজিও থেরাপী), জনাব সুবিমল চক্রবর্তী চন্দন, সদস্য স্কুলের ব্যবস্থাপনা কমিটি এবং জনাব মোঃ আল আমিন, অভিভাবক প্রতিনিধি (পুরুষ), জনাব সুষ্মিতা দে, অভিভাবক প্রতিনিধি (মহিলা) প্রমুখ উপস্থিত ছিলেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের জন্য ২২ টি শাখায় সর্বমোট ৬৬ টি এবং অভিভাবকবৃন্দের ১২ টি শাখায় প্রতিযোগিতা সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন যে, বিশেষ চাহিদা সম্পন্ন অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের অভিভাবকবৃন্দকে আরো মনোযোগী হতে হবে। বেশি করে বৃত্তিমূলক কাজে নিয়োজিত করে আয়বর্ধনমূলক কাজে আগ্রহী করে থুলতে হবে। সমাজের বিত্তবান সমাজ সেবিদের অত্র স্কুলের পাশে দাড়াবার আহবান জানান।

প্রাইভেট ডিটেকটিভ/২৫ ফেব্রুয়ারি ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর