স্পোর্টস ডেস্কঃ
মৌসুমের শুরু থেকে বাজে খেলা রিয়াল মাদ্রিদ নিজেদের গুছিয়ে নিয়ে লা লিগায় টানা তৃতীয় জয় পেয়েছে। বুধবার রাতে লেগানেসকে হারিয়ে গতবারের চ্যাম্পিয়নরা উঠে এসেছে তৃতীয় স্থানে। লেগানেসের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয় পায় জিনেদিন জিদানের শিষ্যরা। দলের হয়ে লুকাস ভাজকুয়েজ, কাসিমিরো ও সার্জিও রামোস একটি করে গোল করেন।
জানুয়ারিতে এই লেগানেসের কাছে হেরেই কোপা দেল রের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়েছিল রিয়াল মাদ্রিদ।
বুধবারের ম্যাচে ষষ্ঠ মিনিটেই গোল খেয়ে বসে রিয়াল। ডিফেন্ডার রাফায়েল ভারানের শটে বল বুসতিনসার গায়ে লেগে জালে জড়ায়। তবে একাদশ মিনিটে ক্রোয়েশিয়ার মিডফিল্ডার মাতেও কোভাসিচের পাস ডি-বক্সে পেয়ে কোনাকুনি শটে দলকে সমতায় ফেরান স্প্যানিশ ফরোয়ার্ড লুকাস ভাসকেস। ২৯তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোর গোলে এগিয়ে যায় রিয়াল।
নির্ধারিত সময়ের একেবারে শেষ মিনিটে সফল স্পটকিকে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন সের্হিও রামোস। ডি-বক্সে কোভাসিচ ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় অতিথিরা।
২৪ ম্যাচে ১৪ জয় ও ছয় ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে রিয়াল মাদ্রিদ। লিগে এখন পর্যন্ত অপরাজিত বার্সেলোনার পয়েন্ট ৬২।
প্রাইভেট ডিটেকটিভ/২২ ফেব্রুয়ারি ২০১৮/ইকবাল