January 14, 2025, 4:44 pm

সংবাদ শিরোনাম
তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

উপভোগ করছেন মুশফিক

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক:

নতুন বছরে টাইগারদের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল ত্রিদেশীয় সিরিজ। এতে অংশ নিয়েছিল স্বাগতিক বাংলাদেশ, শ্রীলংকা ও জিম্বাবুয়ে। ৫০ ওভারের এ টুর্নামেন্টে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে খেলেছেন মুশফিকুর রহিম। তবে শ্রীলংকার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজের প্রথম টেস্টে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলতে হয়েছে ডানহাতি এ ব্যাটসম্যানকে। চট্টগ্রামে অনুষ্ঠিত ওই টেস্টে উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়িয়েছিলেন লিটন দাস।একটা সময় ছিল যখন তিন ফরম্যাটেই উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে খেলতেন মুশফিক। তবে সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের কারণে তাতে ছেদ পড়ে। বিসিবি সভাপতি নাজমুল হাসানও এর আগে বলেছেন, ‘ব্যাটসম্যান হিসেবেই খেলুক ও (মুশফিক)। আমরা চাই মুশফিক ওর ব্যাটিংয়েই দিকেই আরও বেশি মনোযোগ দিক। এটা ওর এবং দলের জন্য ভালো হবে।’

টেস্টে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলাটা উপভোগই করছেন মুশফিক। তবে আরও একবার জানিয়েছেন, তিনি সব সময় কিপিং করাটা উপভোগ করেন। লিটন দাসকেও শুভকামনা জানাতে ভোলেননি বাংলাদেশের সাবেক টেস্ট দলের অধিনায়ক। গতকাল সংবাদমাধ্যমকে মুশফিক বলেছেন, আমি আগেও বলেছি সব সময় কিপিং উপভোগ করি। তবে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলাটাও উপভোগ করছি। লিটনের প্রশংসা করে তিনি বলেন, ‘লিটন ব্যাটিং ভালো করছে, কিপিংও। আমার তো মনে হয়, ও সামনের ৮-১০ বছর বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু দেবে।’চট্টগ্রাম টেস্টে স্লিপে  ইমরুল কায়েস ও মেহেদী হাসান মিরাজের ব্যর্থতা চোখে পড়েছে। এ পজিশনে ঢাকা টেস্টে অন্য কাউকে হয়তো নিয়ে আসতে পারে টিম ম্যানেজমেন্ট। মুশফিক অবশ্য বলছেন, তার জন্য স্লিপে দাঁড়ানো খুবই কঠিন। কারণ হিসেবে বলেন, আমার হাতের দশ আঙুলের ২-৩টাতে চিড় আছে। প্রসঙ্গত, কিপিং ছাড়ার পর মুশফিক ফিল্ডিং করেন মিড অন বা মিড অফে।সাউথ আফ্রিকা সিরিজের ব্যর্থতার কারণে টেস্টের নেতৃত্ব কেড়ে নেওয়া হয় মুশফিকের হাত থেকে। নতুন অধিনায়ক নির্বাচন করা হয় সাকিব আল হাসানকে। তবে আঙুলের চোটের কারণে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলা হয়নি তার।

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও খেলবেন না সাকিব। টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন এখন মাহমুদউল্লাহ রিয়াদ। তার নেতৃত্বেই শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে হারের শঙ্কায় থাকা টাইগাররা শেষ পর্যন্ত ম্যাচটি ড্র করতে সক্ষম হয়েছে। মাহমুদউল্লাহর নেতৃত্বের প্রশংসাও ঝরেছে মুশফিকের কণ্ঠে। তিনি বলেন, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এমন কিছু সিদ্ধান্ত ছিল, যা রিয়াদ ভাই সব সময়ই নেন।এদিকে একদিন আগেই বাবা হয়েছেন মুশফিক। স্ত্রী মন্ডির কোল আলো করে পৃথিবীতে এসেছে পুত্রসন্তান। প্রথমবার বাবা হওয়ার স্বাদ পাওয়া মুশফিক খুবই খুশি। তবে সন্তানের নাম কী রাখবেন এটা নিয়ে দোটানায় রয়েছেন তিনি। তবে বাংলাদেশের এ সাবেক টেস্ট অধিনায়ক জানিয়েছেন আগামী সাত দিনের মধ্যে ছেলের আকিকা হবে। এর মধ্যেই নাম ঠিক করতে পারবেন বলে বিশ্বাস তার। বাবা হওয়ার অনুভূতি জানাতে গিয়ে মুশফিক বলেন, ‘বাবা হওয়ার অনুভূতি আসলে ভাষায় বলে বোঝানো যাবে না। সবাই দোয়া করবেন।’

Share Button

     এ জাতীয় আরো খবর