ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠেই বোর্নমাউথের কাছে হেরে গেছে চেলসি।
বুধবার রাতে ৩-০ গোলের হারে আন্তোনিও কন্তের দল। স্ট্যামফোর্ড ব্রিজে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে গোল তিনটি হজম করে চেলসি।
৫১তম মিনিটে বোর্নমাউথকে ক্যালাম উইলসন এগিয়ে নেওয়ার পর ৬৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জুনিয়র স্তানিস্লাস। তিন মিনিট পর নাথান আকে লক্ষ্যভেদ করলে জয় অনেকটাই নিশ্চিত করে নেয় বোর্নমাউথ।
তৃতীয়বারের মতো লিগে খেলা বোর্নমাউথের বড় দলকে ধরাশায়ী করা এই প্রথম নয়। ২০১৫-১৬ মৌসুমে দলটি চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছিল। ২০১৬-১৭ মৌসুমে লিভারপুল ও লেস্টার সিটির বিপক্ষে জিতেছিল দলটি। জানুয়ারির শুরুতেই আর্সেনালকে হারিয়ে চমক উপহার দিয়েছিল বোর্নমাউথ।
২৫ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে দলটি। ৫০ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে লিভারপুলের পেছনে চতুর্থ স্থানে আছে চেলসি।
বুধবার রাতে অন্য ম্যাচে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে ৩-০ গোলে হারানো ম্যানচেস্টার সিটি ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে। ওয়েম্বলিতে টটেনহ্যাম হটস্পারের কাছে ২-০ গোলে হারা ইউনাইটেড ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।