নিউজ ডেস্ক:
অদ্য ২৩/০২/২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক দুপুর ১২:০৫ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আইন্তা সারিঘাট ব্রীজ সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ০১। মোঃ বুাবু (২২) ও ২। মোঃ কোকিল (২৯) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি সুইচ গিয়ার চাকু ও ০১টি স্টীলের তৈরি চাকু এবং ছিনতাইকৃত নগদ ১৫,৩০০ (পনের হাজার তিনশত) টাকা উদ্ধার করা হয়।
এছাড়া ২২/০২/২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ২০:০৫ ঘটিকা হতে ২১:১৫ ঘটিকা পর্যন্ত র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া কালিগঞ্জ বাজার এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ০১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম জাকির হোসেন (৩৬) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি ষ্টীলের তৈরি চাকু, ০১টি মোবাইল ফোন ও নগদ ৩২০/- (তিনশত বিশ) টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরানীগঞ্জ সহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক ছিনতাই মামলা রুজু করা হয়েছে।