January 19, 2025, 11:14 pm

সংবাদ শিরোনাম
শিবচরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী পালিত পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র। নন্দীগ্রামে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মশালা অনুষ্ঠিত ধনবাড়িতে ছাত্র আন্দোলনে নিহত আহতদের জন্য দোয়া ও জনসভা অনুষ্ঠিত টেকনাফে পাহাড়ের খাদ থেকে হাতির মরদেহ উদ্ধার শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে কর্তৃক চক্ষু শিবির ও ১২ লাখ টাকার চেক হস্তান্তর তার স্ত্রী জানে না সে সধবা নাকি বিধবা-ইকবাল হাসান মাহমুদ টুকু ধনবাড়িতে ছাত্র আন্দোলনে নিহত আহতদের জন্য দোয়া ও জনসভা অনুষ্ঠিত  কোয়ান্টাম ফাউন্ডেশনের অনিয়ম ও মহাজাতকের ভয়াবহ প্রতারণা । পর্ব ০১ মহা দূনীর্তিবাজ ও বিগত ফ্যাসিস্ট সরকারের আস্থাভাজন,অতিরিক্ত সচিব, মোঃ তোফাজ্জেল হোসেনের সাতকাহন

মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে এক তরুণীকে (১৭) অপহরণের খবর শুনে হার্ট অ্যাটাকে তার বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই তরুণীর ভাই বাদী হয়ে গত শনিবার রাতে থানায় মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আসামিরা হলেন- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুস্তফা মিয়া (৫৭) ও কুমিল্লার জয়নাল মিয়া (৫৮)।

ভুক্তভোগীর পরিবারের সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় ওই তরুণীকে প্রাইভেটকারে তুলে সিলেটে নিয়ে যায় একদল ব্যক্তি। সেখানে মুস্তফা, জয়নালসহ চার-পাঁচজন তাকে তিন দিন ধরে নির্যাতন করে একটি চক্রের কাছে ৩ লাখ টাকায় বিক্রি করে দেন। চক্রটি নিয়ে যাওয়ার সময় তরুণী গাড়ি থেকে কৌশলে পালিয়ে এক স্থানে আশ্রয় নেয়। খবর পেয়ে সেখান থেকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

এদিকে মেয়েকে অপহরণের কথা শুনে ঘটনার এক দিন পর ১ জানুয়ারি রাত ৯টায় তার বাবা হার্ট অ্যাটাকে মারা যান। ভুক্তভোগী তরুণীর মামা বলেন, মেয়েকে অপহরণের কথা শুনে তার বাবা হার্ট অ্যাটাকে মারা গেছেন। এই দুই ঘটনায় পরিবারটি এলোমেলো হয়ে গেছে। উপহার দেওয়ার কথা বলে ফোন করে রাস্তায় ডেকে তাকে প্রাইভেটকারে তুলে নেওয়া হয়। পরে তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

নির্যাতিতা তরুণীর ভাই বলেন, মামলা করার পর থেকে আমাদের হুমকি-ধমকি দেওয়া হয়েছে। তারা আমার বোনকে বাড়ি থেকে তুলে নিয়ে বিক্রি করে দিতে চেয়েছিল।

জানতে চাইলে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। এজাহারভুক্ত দুই আসামিকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে অন্য আসামিদের গ্রেপ্তার করা হবে।

পিডিনিউজ/অনির্বাণ

Share Button

     এ জাতীয় আরো খবর