January 3, 2025, 2:12 pm

সংবাদ শিরোনাম
হবিগঞ্জের দৈনিক সময় পত্রিকার সম্পাদক সহ ২ জনের বিরুদ্ধে ৫০ লক্ষ টাকার মানহানীর আদালতে মামলা সেনাপ্রধান খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় হিলিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন কুড়িগ্রামে সূর্যের দেখা নেই দুদিন, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা লামায় তিনদিন পর নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার চিলমারীতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত বামনায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ জ্ঞানভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে বিএনপি’র ৩১ দফার বিকল্প নেই -ব্যারিস্টার জামান গাইবান্ধার সাদুল্লাপুরে শীতের প্রকোপে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষ শিবচরে বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি ; প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল লুট

শহীদ মিনারে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা

স্টাফ রির্পোটার পিডি নিউজ ঢাকাঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন জায়গা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর ভোর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ মিনার ও এর আশপাশ এলাকায় জড় হতে থাকেন তারা।

আগতদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনুষ্ঠানস্থলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক
কমিটির বিভিন্ন স্থানীয় নেতাকর্মীদের সংখ্যা বেশি

এদিকে সকাল থেকেই মঞ্চ তৈরির কার্যক্রম শুরু করেন আয়োজকরা। তবে ৩টার দিকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত আয়োজন শুরু হয়নি।

আয়োজকেরা জানিয়েছেন, দুপুর পর্যন্ত প্রায় ১ হাজার বাসে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ঢাকায় এসেছেন ছাত্র-জনতা। বাসগুলো পুরাতন বাণিজ্য মেলায় রাখা হয়েছে।

তারা বলেন, আজকের সমাবেশ থেকে দ্রুত ঘোষণাপত্র জারি, দ্রুত সংস্কার কার্যক্রম, অপরাধীদের বিচারসহ নানা দাবি জানানো হবে।

এদিকে শহীদ মিনারের সামনে দুপুর থেকেই চলছে জুলাই বিপ্লবের স্লোগান, ডকুমেন্টারি প্রদর্শন, গান। ‘খুনি হাসিনার ফাঁসি চাই; দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত; দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা; ক্ষমতা না জনতা, জনতা জনতা’ প্রভৃতি স্লোগানে প্রকম্পিত হচ্ছে শহীদ মিনার।

এদিকে অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন অংশে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে গত দুদিন ধরে নানা আলোচনা চলছে দেশের রাজনৈতিক অঙ্গনে। ঘোষণাপত্রের পক্ষে-বিপক্ষে নানা তর্কবিতর্ক শুরু হলে সরকার ঘোষণা দেয়, অভ্যুত্থানের ঘোষণাপত্র সরকার দেবে। পরে সোমবার (৩০ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, মঙ্গলবার বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর