পিডি নিউজ ঢাকাঃ
বিএনপি জাতীয় নির্বাহী কমিটি কর্তৃক দলীয় সিদ্ধান্তের অগ্রগতির ৪টি পর্যবেক্ষণ টিম করা হয়েছে।
এক একটি টিমে পাঁচজন করে সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা রাজধানী মহানগর থেকে কাজ শুরু করেছেন, দলের নেতাকর্মীরা নিজেদের নাম পদবি ছবি ব্যবহার করতে পারবে না , একমাত্র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি, শহীদ আরাফাত রহমান কোকোর ছবি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছবি দিয়ে শুধু অঙ্গ সংগঠনের নাম ব্যবহার করিতে পারিবে।
বিশেষ করে একুশে ফেব্রুয়ারি ২৬ শে মার্ ১৬ই ডিসেম্বর ৭ই নভেম্বর দলের সিদ্ধান্তের বাইরে কেহ ব্যানার ফেস্টন পোস্টার বিল বোর্ড বানাতে পারবেনা। এই চারটি টিমের কাজ হল ৬৪ জেলা ইউনিয়ন থানা ও জেলা মধ্যে যত পোস্টার ফেস্টন ব্যানার বিল বোর্ড অনতিবিলম্বে সরিয়ে ফেলতে হবে।
বিশেষ দিন ব্যতীত কোন পোস্টার কেহ করিতে পারিবে না। দলের আইন মেনে চলতে হবে এর বিপরীতে কেউ যদি কোন কাজ করেন তাহলে দল তার ব্যাপারে দলের সিদ্ধান্ত অনুযায়ী তার ব্যাপারে বন্দোবস্ত নেওয়া হবে।