July 27, 2024, 8:30 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

বিশ্বকাপ শেষ ধাওয়ানের, পান্টের জন্য আইসিসির কাছে আবেদন

বিশ্বকাপ শেষ ধাওয়ানের, পান্টের জন্য আইসিসির কাছে আবেদন

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বৃদ্ধাঙ্গুলির চোট শেষমেশ ছিটকেই দিলো শিখর ধাওয়ানকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে খেলার সময় তার বা হাতের বৃদ্ধাঙ্গুলিতে বল লাগে। প্রাথমিক ভাবে কিছু ধরা না পড়লেও এক্সরে রিপোর্টে চিড় ধরা পরে। প্রথমে তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন এমনটি ধারণা করা হয়েছিল। ভারতীয় দলের সঙ্গেই ছিলেন। শেষমেশ দেশের বিমানই ধরতে হচ্ছে থাকে।  সেদিন ব্যাথা পাওয়ার পরেও খেলা চালিয়ে গিয়েছিলেন তিনি। সেঞ্চুরি সহ ১১৩ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়ার সামনে বিশাল রানের পাহাড় গড়তেও অবদান রাখেন তিনি। কিন্তু সোমবার স্ক্যান করে এই চিড় পাওয়া যায়। গতকাল এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এসেছে ধাওয়ানের বিশ্বকাপ থেকেই ছিটকে যাবার খবর। রিশাব পান্টকে তার বিকল্প হিসাবে নেওয়ার জন্য আইসিসির কাছে আবেদন করেছে ভারতীয় দল। দলের সঙ্গেই আছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খুব ভালো শুরু করতে না পারলেও ধাওয়ানের ১১৭ রানের কল্যাণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৬ রানের জয় পায় ভারত। সেই ম্যাচের সেরা খেলোয়াড় ধাওয়ানের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া ভারতীয় শিবিরে বড় একটি ধাক্কা।

যদিও আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ স্কোয়াডে ঢুকতে হলে আইসিসি বিশ্বকাপের ইভেন্ট টেকনিক্যাল কমিটির সবুজ সংকেত দরকার হবে রিশাব পান্টের। ২০১৯ বিশ্বকাপের ইভেন্ট টেকনিক্যাল কমিটিতে আছেন জিওফ অ্যালারডিস (আইসিসি, ইটিসি চেয়ারম্যান), ক্যাম্পবেল জেমিসন (আইসিসি প্রতিনিধি), স্টিভ এলওর্দি (ক্রিকেট বিশ্বকাপ প্রতিনিধি), অ্যালান ফোর্ডহাম (স্বাগতিক প্রতিনিধি), হার্শা ভোগলে ও কুমার সাঙ্গাকারা (স্বাধীন প্রতিনিধি)।

Share Button

     এ জাতীয় আরো খবর