January 15, 2025, 4:45 am

সংবাদ শিরোনাম
তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাইফউদ্দীনের ‘লফটেড’ শটে নেট বোলার আহত!

সাইফউদ্দীনের ‘লফটেড’ শটে নেট বোলার আহত!

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

টন্টনের সমারসেট ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ দল অনুশীলন করেছে গতকাল। বাংলাদেশ দলের প্র্যাক্টিস নেটে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দীনের একটা শট লাগে নেট বোলারের মাথায়। আর সঙ্গে সঙ্গে নেট বোলার পিচের উপর পড়ে যায়। মাথা থেকে ঝরছে রক্ত! খুবই বড় দুর্ঘটনা নাকি আশঙ্কামুক্ত এখনও জানা যায়নি।  দ্রুত মেডিক্যাল টিম মাঠে ছুটে এসেছে। তারপর তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচের আগে দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। টনটনে গতকাল শনিবার অনুশীলনের সময় ডান হাতে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। মুস্তাফিজের করা একটি বল আঘাত করে মুশফিকের হাতে। এরপর আর তিনি অনুশীলন করতে পারেননি; সঙ্গে সঙ্গে মাঠ থেকে বেরিয়ে যান মুশফিক। তবে তার চোট গুরুতর নয় বলে জানিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

আগামী ১৭ জুন উইন্ডিজের বিপক্ষে খেলতে নামবে টাইগাররা। মুশফিকের ইনজুরি কিছুটা হলেও বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে দুশ্চিন্তায় ফেলছে।

টনটনে গত দু’দিন ধরে থেমে থেমে বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে তীব্র ঠাণ্ডা বাতাস। তাই মূল মাঠে অনুশীলন খুব একটা সম্ভব হচ্ছিলো না টাইগারদের। তারপরও মাঠে বেশ খানিকটা সময় ফিল্ডিং অনুশীলন করে টাইগাররা। এরপর হঠাৎ করেই রোদ উঠে। তাতেই মূল মাঠে শুরু হয় ব্যাটিং বোলিং অনুশীলন।

উইন্ডিজের বিপক্ষে লড়াইয়ে নামার আগে গতকাল আবার অনুশীলনে নামে বাংলাদেশ দল। মুশফিক খানিক দৌড়ে, শরীর গরম করে নেন। তারপর নামেন ব্যাট হাতে। নেটে অনুশীলনের সময় মুস্তাফিজের বলে ডান হাতে চোট পেয়েছেন মুশফিকুর রহিম।

Share Button

     এ জাতীয় আরো খবর