January 15, 2025, 4:50 am

সংবাদ শিরোনাম
তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাকিস্তানকে ওয়াকারের পরামর্শ

পাকিস্তানকে ওয়াকারের পরামর্শ

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ছয়টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। প্রত্যেকবার জয়ের আনন্দ নিয়ে মাঠ ছেড়েছে ভারত। এবার জয়খরা কাটাতে চায় পাকিস্তান। তাদের অনুপ্রেরণা চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল জয়। ভারত বধের লক্ষ্যে রবিবার ম্যানচেস্টারে নামবে পাকিস্তান। এই ম্যাচের জন্য সরফরাজ আহমেদের দলকে পরামর্শ দিলেন সাবেক সিমার ও কোচ ওয়াকার ইউনুস।

ইউনুসের বিশ্বাস, ভারত আগে ব্যাটিং করলে দ্রুত তাদের উইকেট নিতে হবে। তাহলে সাফল্য পেতে পারে পাকিস্তান। আর আগে তারা ব্যাটিং করলে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করতে হবে মনে করেন তিনি। পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে জয়খরা কাটাতে আত্মবিশ্বাসী। লন্ডনের ওভালে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে তাদের ১৮০ রানে হারিয়েছিল সরফরাজ আহমেদের দল।

প্রথম চার ম্যাচে একটি জয় পাওয়া পাকিস্তানকে নিয়ে আশাবাদী ওয়াকার, ‘ভারতের বিপক্ষে ম্যাচের জন্য তারা তাদের সেরাটা দিবে আমি আশা করি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দেখিয়েছে তারা কতটা ভালো দল। এই বিশ্বকাপে এখন পর্যন্ত আমি দেখেছি, যদি দ্রুত উইকেট না নেওয়া যায় তাহলেই বিপদ। নতুন বল খুব গুরুত্বপূর্ণ এবং এই আসরে প্রথম ১০ ওভার খুব সতর্ক ওপেনাররা।’

সাবেক এই পেসার আরও বলেছেন, ‘তারা হয়তো ভারতকে পুরোপুরি চেপে ধরতে পারবে না, কিন্তু অনেক আকর্ষণীয় খেলবে। যদি শুরুতেই উইকেট না হারায় তাহলে কাজটা সহজ হবে। কারণ বল সুইং করে না এবং ব্যাটিংটাও সহজ হয়।’

 

Share Button

     এ জাতীয় আরো খবর