বিশ্বকাপে আজ মুখোমুখি দুই ফেবারিট ভারত ও অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারদের বিপক্ষে ভারতীয় টপ অর্ডারকে সতর্ক হতে হবে
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
আজ বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে এবারের আসরের দুই ফেবারিট ভারত ও অস্ট্রেলিয়া। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দুটি ম্যাচ খেলে শতভাগ জয় তুলে নিলেও ভারত এ পর্যন্ত খেলেছে একটি মাত্র ম্যাচ। আজ রোববার লন্ডনের ওভালে ম্যাচটি শুরু হবার আগে অস্ট্রেলিয়ার দুর্দান্ত ফর্মে থাকা ফাস্ট বোলারদের বিপক্ষে ভারতীয় টপ অর্ডারকে অবশ্যই সতর্ক হবার পরামর্শ দিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বিরাট কোহলির টিম ইন্ডিয়া যেকোন মূল্যেই বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে এগিয়ে থাকার লক্ষ্য নিয়েই মাঠে নামবে। গত দুই দশক ধরেই এই দুই দলের মধ্যে এক অলিখিত প্রতিদ্বন্দ্বীতার আবহ তৈরী হয়েছে। বিশ্বের অন্যতম সেরা দুটি দলের দ্বৈরথ যেন অনেক সময় পুরো বিশ্বের আলোচনার খোড়াক হয়ে দাঁড়ায়। বিশেষ করে অস্ট্রেলিয়া যেখানে তাদের দুর্দান্ত ফর্মে থাকা ফাস্ট বোলারদের নিয়ে গর্ব করতেই পারে, বিপরীতে ভারতীয়রা রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেএল রাহুল, কোহলিদের নিয়ে সাজানো ইন-ফর্ম টপ অর্ডার নিয়ে বিশ্বের যেকোন দলের বিপক্ষে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত।
সে কারনেই অস্ট্রেলিয়ান বোলারদের বিপক্ষে ভারতীয় ব্যাটনম্যানদের লড়াই দেখতে আজ পুরো ক্রিকেট বিশ্বই মুখিয়ে থাকবে। গত পাঁচটি বিশ্বকাপ আসরেও এই দুই দলের লড়াই আলাদা একটি আবহ তৈরী করেছিল। আজকের ম্যাচের আগে দুই দলের মধ্যে তিনটি লড়াইয়ের আভাস মিলেছে।
কোহলি বনাম স্টার্ক :
ওয়ানডে ও টেস্টে বিশ্ব র্যাঙ্কিংয়ে বর্তমানে বিরাট কোহলি শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলিং বিভাগকে নেতৃত্ব দিচ্ছে বাঁ-হাতি অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক। সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে কোহলি মাত্র ১৮ রানে আউট হন। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ওয়ানডে ব্যাটিং গড় ৫৩’র উপরে। এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ে ৫ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন স্টার্ক। সে কারনেই ভারতের টপ অর্ডারকে গুড়িয়ে দিতে স্টার্কের ওপরই মূল ভরসা করছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক এ্যালান বোর্ডার স্টার্ক সম্পর্কে বলেছেন, ‘যখন সে ছন্দ ফিরে পায় ও ফর্মে থাকে তখন অবশ্যই সে বিশ্বের সেরা বোলারদের একজন হিসেবে নিজেকে প্রমান করে। আমি মনে করি এতে কোন সন্দেহ নেই।’
ওয়ার্নার বনাম বুমরাহ :
বল টেম্পারিং ঘটনা থেকে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে আসা অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিন ওয়ার্নার আবারো নিজের জাত চিনিয়েছেন। ভারতীয় প্রিমিয়ার লিগে সেরা ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে থাকার পর আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে অপরাজিত ৮৯ রান উপহার দিয়েছেন আত্মবিশ্বাসী ওয়ার্নার। তবে বাঁহাতি এই ব্যাটসম্যানকে আজ ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহর কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা বুমরাহ ইতোমধ্যেই ৫০ ম্যাচে ৮৭ উইকেট দখল করে নিজেকে প্রমান করেছেন। বুধবার প্রোটিয়া ইনিংসের শুরুতেই ২ উইকেট তুলে নিয়ে ভারতীয়দের জয়ে অনবদ্য ভূমিকা রেখেছেন বুমরাহ। সাউদাম্পটনের মেঘাচ্ছন্ন সকালে দক্ষিণ আফ্রিকান ওপেনার হাশিম আমলাকে মাত্র ৬ রানে ফিরিয়ে দিয়ে শুভ সূচনা করেছিলেন ২৫ বছর বয়সী বুমরাহ।
জাম্পা বনাম চাহাল :
এডাম জাম্পা কিংবদন্তী শেন ওয়ার্ন নন ঠিকই, কিন্তু ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার মূল স্পিন ভরসা হয়ে উঠবেন বলে ধারণা করা হচ্ছে। ২০১৬ সালে ওয়ানডে অভিষেক হবার পর ৬৪টি ওয়ানডে উইকেটের মধ্যে ১৫টিই তিনি দখল করেছেন ভারতীয়দের বিপক্ষে। বোলিংয়ে বৈচিত্র্য বিশেষ করে গুগলি ও স্ট্রেট বল জাম্পার সাফল্যের মূল চাবিকাঠি।
জাম্পার ভারতীয় প্রতিপক্ষ যুজবেন্দ্র চাহালও অবশ্য কম যাননা। কুলদ্বীপ যাদবকে সাথে নিয়ে কোহলির স্পিন বিভাগকে প্রতি ম্যাচেই সমৃদ্ধ করে চলেছেন চাহাল। প্রোটিয়াদের বিপক্ষে চাহালই ৫১ রানে ৪ উইকেট তুলে নিয়েছিলেন। অস্ট্রেলিয়ার ব্যাটিংকে উড়িয়ে দিতে চাহালের ওপরই টিম ইন্ডিয়া তাকিয়ে আছে।
সম্ভাব্য একাদশ :
ভারত : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কে এল রাহুল, কেদার যাদব/বিজয় শঙ্কর. এমএস ধোনী, হার্ডিক পান্ডিয়া, কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ সামি/ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ।
অস্ট্রেলিয়া : এ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কোস স্টোয়িনিস, এ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, এ্যাডাম জাম্পা, ন্যাথান কোল্টার-নাইল।
বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি
ক্রিকেট বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হওয়ার ইতিহাস খুব বেশি নেই। তবে যেটুকু আছে তাতে অস্ট্রেলিয়া ঢের বেশি এগিয়ে।
১৯৮৩ বিশ্বকাপের পর বিশ্বের শীর্ষ দলগুলোকে পরাজিত করার মাধ্যমে গত কয়েক বছরে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দল সত্যিই কিছু গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। চলমান বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে দল দু’টি। তবে বিশ্বকাপে জয়ের দিক থেকে অনেক বেশি এগিয়ে আছে অস্ট্রেলিয়া। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ২০০৩ বিশ্বকাপে সেঞ্চুরিয়ানের ফাইনালে অস্ট্রেলিয়ার জয়। পক্ষান্তরে ২০১১ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছিল ভারত।
বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া- মুখোমুখি
ম্যাচ : ১১
ভারতের জয় : ৩
অস্ট্রেলিয়ার জয় : ৮
টাই : ০
পরিত্যক্ত :০
২০১৯ বিশ্বকাপে ভারতকে ফেবারিটদেও মধ্যে অন্যতম দল হিসেবে বিবেচনা করা হয়। তবে অস্ট্রেলিয়াও প্রমান করেছে তারাও শিরোপা জিততে পিছিয়ে নেই।
এক দিনের ম্যাচেও অনেক বেশি এগিয়ে অস্ট্রেলিয়া। দল দু’টি ১৯৮০ সালে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়। এরপর থেকে নিয়মিতই তারা একে অপরকে মোকাবেলা করছে। ভারতের মাটিতে সর্বশেষ পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নেয় অসিরা।
ম্যাচ-১৩৬
ভারতের জয় : ৪৯
অস্ট্রেলিয়ার জয় :৭৭
টাই : ০
পরিত্যক্ত : ১০।