January 15, 2025, 3:14 pm

সংবাদ শিরোনাম
তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলাদেশের অধিনায়ক হিসেবে বিশ্বকাপে মাশরাফির রেকর্ড

বাংলাদেশের অধিনায়ক হিসেবে বিশ্বকাপে মাশরাফির রেকর্ড

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের অধিনায়ক হিসেবে বিশ্বকাপের মঞ্চে নয়া রেকর্ড গড়লেন মাশরাফি বিন মর্তুজা। বিশ্বকাপ আসরে অধিনায়ক হিসেবে বাংলাদেশকে সবচেয়ে বেশি জয় এনে দিয়েছেন ম্যাশ। গত রোববার রাতে এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়েছে টাইগাররা। এর মধ্য দিয়ে তার নেতৃত্বেই বিশ্বকাপে সবচেয়ে বেশি জয় পেল বাংলাদেশ।

মাশরাফির নেতৃত্বে এখন পর্যন্ত বিশ্বকাপে চারটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। ২০১৫ সালের বিশ্বকাপে ৬ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৩টিতে জয় তুলে নেন মাশরাফি। আর গত রোববার রাতের জয়। ফলে বিশ্বকাপে মাশরাফির নেতৃত্বে চারটি জয় পেল বাংলাদেশ।

এতোদিন বিশ্বকাপের মঞ্চে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি জয়ে সাবেক দলপতি হাবিবুল বাশার সুমন ও সাকিব আল হাসানের সমান ছিলেন মাশরাফি। এবার তাদেরকে ছাপিয়ে গেলেন ম্যাশ।

১৯৯৯ সালে প্রথম বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ। ঐ আসরে বাংলাদেশকে নেতৃত্ব দেন আমিনুল ইসলাম বুলবুল। গ্রুপ পর্বে ৫ ম্যাচে অংশ নিয়ে ২টিতে জয় পায় টাইগাররা। জয় দু’টি ছিলো স্কটল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে।

২০০৩ সালে খালেদ মাসুদ পাইলটের নেতৃত্বে ৬ ম্যাচে অংশ নিয়ে ৫টিতে হারে বাংলাদেশ। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

২০০৭ সালের বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন হাবিবুল বাশার। ভারত ও বারমুডাকে হারিয়ে সুপার এইটে উঠে টাইগাররা। সেখানেও চমক দেখায় তারা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় বাংলাদেশ।

এরপর ২০১১ সালের বিশ্বকাপে সাকিব নেতৃত্ব দেন বাংলাদেশকে। দেশের মাটিতে অনুষ্ঠিত ঐ বিশ্বকাপে ৬ ম্যাচে ৩ জয় তুলে নেয় টাইগাররা। আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও নেদারল্যন্ডসের বিপক্ষে তিনটি জয় তুলে নিয়েছিলো বাংলাদেশ।

তাই বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের সেরা অধিনায়ক এখন মাশরাফি।

Share Button

     এ জাতীয় আরো খবর