ভারত-ইংল্যান্ডকে ফাইনালে দেখছেন অশ্বিন
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
ইংল্যান্ড বিশ্বকাপে কোন দল ট্রফি জিতবে? তা জানা যাবে ১৪ জুলাই। তবে ফাইনালে কোন দুটি দল খেলবে এ নিয়ে ভবিষ্যদ্বাণী করছেন অনেকেই। অফ স্পিনার রবীচন্দ্রন অশ্বিন তো ফাইনালে ভারতের পাশাপাশি স্বাগতিক ইংল্যান্ডকেই দেখছেন।
নিজ দলকে ফেভারিট ঘোষণার ব্যাখ্যা দিয়েছেন ভারতীয় এই অলরাউন্ডার, ‘ভারত অন্যতম ফেভারিট। এর কারণও আছে। ব্যাটিং লাইনআপ দেখুন, শীর্ষে তিন ব্যাটসম্যান আছেন- রোহিত শর্মা, শিখর ধাওয়ান ও বিরাট কোহলি। এর মধ্যে রোহিত ও বিরাট তো বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। তারা যে কোন সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।’
সতীর্থ অন্যরাও যে কম নয়। তাও উল্লেখ করতে ভুল করেননি অশ্বিন, ‘হার্দিক পান্ডিয়া একজন উদীয়মান খেলোয়াড়। বুমরাহও নতুন বলে ভালো করে। মিডল অর্ডারে ধোনির মতো প্রভাব বিস্তারকারী ব্যাটসম্যানও আছে। এ ছাড়া দুই স্পিনারও ভালো করতে পারবে।’
ভারত বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বুধবার।