কোল্টার-নাইলের আলাদা পরিকল্পনা গেইলকে নিয়ে
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে অনায়াস জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচে ওপেনার ক্রিস গেইল ছিলেন বিধ্বংসী ভঙ্গিমায়। ৩৪ বলে করেছেন ৫০ রান। সঙ্গে বিশ্বকাপে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ডও গড়া হয়েছে তাতে। ইনিংসে ছক্কা ছিল তিনটি। এমন ফর্মে থাকা ব্যাটনসম্যানকে আটকাতে চান অজি বোলার নাথান কোল্টার-নাইল।
আগামী বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। তার আগে দু’দলই প্রথম ম্যাচে উড়ন্ত সূচনা করেছে। তাই আসন্ন ম্যাচটি রোমাঞ্চকর হবে বলেই মনে হচ্ছে। কিন্তু ৩৯ বছর বয়সী ক্রিস গেইলকে বাক্সবন্দী করে রাখতে ভিন্ন পরিকল্পনা সাজাচ্ছেন অজি পেসার নাথান, ‘গেইল যে কোনও সময় বিধ্বংসী হয়ে উঠতে পারে। অনেক সময় ভালো বলকেও চার কিংবা খারাপ বলকে মাঠের বাইরে উড়িয়ে মারার অভ্যাস আছে তার। সুতরাং তাকে বুঝে শুনে বল করতে হবে। যেন বড় রকমের রান করতে না পারে।’
এই জন্য গেইলের বিপক্ষে আগ্রাসী বোলিং করার দিকে দৃষ্টি নাথানের। তিনি মনে করেন, ‘গেইলের বিপক্ষে আগ্রাসী বোলিং করা ছাড়া বিকল্প নেই। সে হয়তো বল মারার চেষ্টা করবে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে তার বয়স হয়ে যাচ্ছে। আমি জানি না সাম্প্রতিক সময়ে সে আমাদের দুই বোলারের কতটুকু মুখোমুখি হয়েছিল? কিন্তু সেই দুজন কিন্তু দ্রুত বল করে থাকে। এখন আমাদের দেখতে হবে বিশ্বকাপে গেইল কীভাবে তাদের মোকাবিলা করে।’