January 15, 2025, 7:56 pm

সংবাদ শিরোনাম
ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাকিস্তান-উইন্ডিজ মুখোমুখি ম্যাচ পরিসংখ্যান

পাকিস্তান-উইন্ডিজ মুখোমুখি ম্যাচ পরিসংখ্যান

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

প্রথম আসর ১৯৭৫ বিশ্বকাপ থেকে পরস্পর পরস্পরের মোকাবেলা করে আসছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। কিন্তু ফলাফলের ক্ষেত্রে পাকিস্তানকে ছাড়িয়ে গেছে ক্যারিবিয়ানরা। ১৯৭৫ ও ১৯৭৯ সালের দুটি বিশ্বকাপ শিরোপা পরপর জয় করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আর পাকিস্তান তাদের একমাত্র বিশ্বকাপ শিরোপা জয় করেছে ১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বে।

তবে দল হিসেবে এই মুহূর্তে অতীতের মত শক্তিশালী অবস্থানে নেই দই দলের একটিও। তারপরও দু’টি দলকেই এখনো বেশ সমীহ করা হয়। ২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় পাকিস্তানকে দারুনভাবে অনুপ্রেরণা যোগাচ্ছে।

এদিকে অনুশীলন ম্যাচের একটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪২১ রান সংগ্রহের মাধ্যমে বিশ্বকাপে নিজেদের প্রত্যাবর্তনকে জানান দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপে এর আগে ১০বার পরস্পরের মোকাবেলা করেছে পাকিস্তান ও ওয়েস্টইন্ডিজ। তন্মধ্যে ক্যারিবীয়রা সাতটিতেই জয়লাভ করেছে। আর পাকিস্তান জিতেছে তিন ম্যাচে।

সুতরাং পরিসংখ্যান বিবেচনায় আনলে দুই দলের মধ্যে একেবারে সুস্পস্টভাবে ফেভারিট ওয়েস্ট ইন্ডিজ। তবে ভুলে গেলে চলবে না যে নিজেদের দিনে পাকিস্তান যে কোন দলকেই হারানোর সামর্থ্য রাখে।

বিশ্বকাপ-মুখোমুখি

ম্যাচ : ১০টি

ওয়েস্ট ইন্ডিজ : ৭টিতে জয়ী

পাকিস্তান : ৩টিতে জয়ী

টাই : ০টি

পরিত্যক্ত : ০

Share Button

     এ জাতীয় আরো খবর