মেসি বিশ্বকাপের বিনিময়ে ক্লাব শিরোপা ছাড়তে রাজি
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
যেকোনো মূল্যে জাতীয় দলের হয়ে শিরোপা জয়ের অপূর্ণতা ঘোঁচাতে চান লিওনেল মেসি। রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা অধিনায়ক তাই জানালেন, সম্ভব হলে বার্সেলোনার হয়ে জেতা ট্রফির বিনিময়েও আন্তুর্জাতিক ফুটবলে একটা শিরোপা চান তিনি।
কাতালান ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা একাধিকবার করে জেতা মেসি জাতীয় দলের জার্সিতে এখনও কিছুই জেতেননি। গত বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হার ছাড়াও রয়েছে ২০১৫ ও ২০১৬ সালে চিলির কাছে কোপা আমেরিকার টানা দুই ফাইনালে হারের তিক্ত স্মৃতি। এর আগে ২০০৭ সালের কোপা আমেরিকাতেও ফাইনালে হেরেছিল মেসির আর্জেন্টিনা।
২০১৭-১৮ মৌসুমে স্প্যানিশ ফুটবলের ঘরোয়া ডাবল- লা লিগা ও কোপা দেল রে জেতায় বার্সেলোনার হয়ে মেসির মোট শিরোপা এখন ৩২টি। রাশিয়া বিশ্বকাপে জাতীয় দলের হয়ে সাফল্য পেতে মরিয়া পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।
“সম্ভব হলে আমি বার্সেলোনার একটি শিরোপা জাতীয় দলের হয়ে একটির সাথে বিনিময় করতাম।”
“আর্জেন্টিনার হয়ে একটা শিরোপা জয় অনন্য কিছু।”
রাশিয়া বিশ্বকাপে গ্রুপ ‘ডি’তে তাদের প্রতিপক্ষ আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। আগামি ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে যাত্রা। ২১ তারিখে ক্রোয়েশিয়া ও ২৬ তারিখে নাইজেরিয়ার বিপক্ষে খেলবে হোর্হে সাম্পাওলির দল।