January 15, 2025, 9:32 pm

সংবাদ শিরোনাম
ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনিশ্চিত সাকিব পাঞ্জাবের বিপক্ষে একাদশে

স্পোর্টস ডেস্কঃ

আইপিএলে আজ কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়। এই ম্যাচে একাদশে পরিবর্তন আসতে পারে বলে মনে করছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। বাংলাদেশি ক্রিকেট ভক্তদের জন্য যেটা দুঃখজনক। কারণ এই প্রথম তারা হায়দরাবাদের একাদশে সাকিব আল হাসানকে রাখেনি। তার জায়গায় রাখা হয়েছে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীকে।

মঙ্গলবার মুম্বাইয়ের বিপক্ষে প্রথমবার ডাক পান নবী। সাকিবও ছিলেন এই ম্যাচে। ব্যাটিংয়ের সময় দলীয় অধিনায়কের ডাকে সাড়া দিতে গিয়ে ২ রানে রান আউট হয়ে ফিরে যান বিশ্বসেরা অলরাউন্ডার। সেখানে নবী ১০ বলে ১২ রান করেছিলেন। তবে বোলিংয়ে নবীর চেয়ে উজ্জ্বল ছিলেন সাকিব। ১৬ রানে মূল্যবান রোহিত শর্মার উইকেট তুলে নেন সাকিব। সেখানে ইশান কিশানের উইকেট নিয়ে নবী দেন ২৩ রান। তারপরও ক্রিকইনফোর একাদশে রাখা হয়েছে নবীকে।

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ:
১. শিখর ধাওয়ান
২. কেন উইলিয়ামসন(অধিনায়ক)
৩. হৃদ্ধিমান শাহা (উইকেটরক্ষক)
৪. মনিশ পাণ্ডে
৫. ইউসুফ পাঠান
৬. দিপক হুদা
৭. মোহাম্মদ নবী
৮. রশিদ খান
৯. ভুবনেশ্বর কুমার/সন্দীপ শর্মা
১০. সিদ্ধার্থ কৌল
১১. বসিল থাম্পাই

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৬এপ্রিল২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর