January 15, 2025, 4:30 am

সংবাদ শিরোনাম
তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

তাইজুলের বিশ্বাস ব্যাটসম্যানরা ম্যাচ বাঁচাতে পারবে

তাইজুলের বিশ্বাস ব্যাটসম্যানরা ম্যাচ বাঁচাতে পারবে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

পঞ্চম দিনের উইকেটে ব্যাটিং সব সময়ই কঠিন। ৭ উইকেট নিয়ে সেই দিনটি কাটিয়ে দেওয়া আরও বড় চ্যালেঞ্জ। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে তেমন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। ব্যাটসম্যানদের ওপর আস্থা রেখে তাইজুল ইসলাম মনে করেন, ম্যাচ বাঁচাতে পারবেন তারা।

ম্যাচ বাঁচানোর লড়াইয়ে থাকা বাংলাদেশ চতুর্থ দিনের শেষ সেশনে দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েসের সঙ্গে হারায় মিডল অর্ডারে সবচেয়ে বড় ভরসা মুশফিকুর রহিমকে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৮১ রান। স্বাগতিকরা এখনও পিছিয়ে ১১৯ রানে।

প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মুমিনুল হক টিকে আছেন ক্রিজে। ব্যাটিংয়ে আসতে বাকি তিন বিশেষজ্ঞ ব্যাটস্যান লিটন দাস, মাহমুদউল্লাহ ও মোসাদ্দেক হোসেন। তাদের ওপর আস্থা রেখে ড্র সম্ভব মনে করেন তাইজুল।

“আমাদের ম্যাচটা বাঁচাতে হবে। পঞ্চম দিনে কাজটা কঠিন হবে। আমাদের ব্যাটসম্যানদের ভালো খেলতে হবে। ওরা ভালো খেলতে পারলে আমরা ভালো কিছু করব।”

২৬.৫ ওভার ব্যাটিং করে ৩ উইকেট হারানো একটু বেশিই হয়ে গেছে মনে করেন তাইজুল। বাঁহাতি এই স্পিনার মনে করেন, সর্বোচ্চ একটি উইকেটের মধ্যে রাখতে পারলে তাদের সম্ভাবনা আরেকটু বেশি থাকত।

“আমার মনে হয়, যদি একটা উইকেট থাকত, তাহলে ঠিক ছিল। তিনটা উইকেট বেশি হয়ে গেছে। এই উইকেটে মুশফিক ভাই থাকলে আমাদের জন্য ভালো হতো।”

Share Button

     এ জাতীয় আরো খবর