January 7, 2025, 2:14 am

সংবাদ শিরোনাম
সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায় ঘরেও জয়ের দেখা পায়নি সিলেট স্টাইকার্সের হেলস ঝড়ে জয়ে নিয়ে মাঠ ছাড়লো রংপুর সুন্দরগঞ্জে বাবা-মাকে জিম্মি করে সম্পত্তি কুক্ষিগত শার্শায় কিবরিয়া ফিলিং স্টেশন দখল করে নিয়েছে এক প্রভাবশালী শিবচরে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলা ; প্রতিপক্ষের হামলায় এক নারী গুরুতর আহত হয়েছে বেনাপোল দৌলতপুর সীমান্তে উভয় দেশের শান্তি রক্ষায় বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক নীলফামারী কারাগারে হাজতির মৃত্যু কমলগঞ্জে পৈতৃক সম্পদ নিয়ে দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২ পীরগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপি’র কম্বল বিতরণ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের উদ্যোগে শীত বস্ত্র বিতরন
১৫ জন ক্রিকেটারকে নির্বাচিত করার জন্য ৩৫ জন ক্রিকেটার নিয়ে দুটি ম্যাচ আয়োজন করা হয়।
মোহাম্মদ নাঈম

আক্রমনের শিকার কোচের বিরুদ্ধে অভিযোগ করা নাঈম

স্পোর্টস ডেস্ক :: পিডিনিউজ২৪.কম ।।

বিসিবি মনোনীত কোচ আবু তাহেরের বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ তুলেছিলেন মোহাম্মদ নাঈম নামের বাগেরহাটের এক ক্রিকেটার। অনূর্ধ্ব-১৬ বিভাগীয় পর্যায়ের চূড়ান্ত বাছাই থেকে বাদ পড়েন তিনি।

১৫ জন ক্রিকেটারকে নির্বাচিত করার জন্য ৩৫ জন ক্রিকেটার নিয়ে দুটি ম্যাচ আয়োজন করা হয়। সেখানে একটি ফিফটিসহ ৫৭ রান করেও বাদ পড়ে যাওয়ায় ঘুষের অভিযোগ করেছেন নাঈম। অভিযোগের প্রেক্ষিতে শুনানি ডাকে বিসিবি, তাতে অংশ নিতে ঢাকায় আসার সময় আক্রমণের শিকার হয়েছেন এই ক্রিকেটার।

শনিবার (৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাঈম নিজেই তার উপর আক্রমণের কথা বলেন। আজ এই ঘটনার শুনিনি অনুষ্ঠিত হয় বিসিবিতে। শুনানিতে আসার সময় তিনি আক্রমণের শিকার হয়েছেন বলে জানান।

নাইম জানিয়েছেন, আমি গাড়ীতে উঠার সময়  আমার ওপর আক্রমণ করা হয়। আমি তাদের কাউকে চিনতে পারিনি। তারা কোচের লোক কিনা আমি তাও জানিনা। কিন্তু বাগেরহাটের বেশ কয়েকজনের নাম বলেছে। মানে উনার লোক এমনটা বলেছে। আমার সন্দেহ হচ্ছে যে হতে পারে তার লোক।’

Share Button

     এ জাতীয় আরো খবর