উল্ল্বখ্য, শেখ রাসেল মিনি স্টিডিয়াম নামের উন্মুক্ত এই খেলার মাঠে ২ মাসের ব্যবধানে আবারও মেলার কার্যক্রম শুরু হয়েছে ।মেলার আয়োজ়নের প্রসংগে ,যেমন স্থানীদের অভিযোগ তেমনি পাশের সিলেটের একমাত্র সংক্রামক ব্যাধি হাস্পাতালের কর্তিপক্ষের ও অভিযোগ।হাস্পাতালের গেটের সীমানা প্রাচীর নির্মানের প্রলোভন ও ক্ষমতাবান নেতাদের ভয় দেখিয়ে পার্কিংয়ের ব্যবস্থা করেন মেলার অসাধু কয়েকজন কর্তপক্ষ।যা বাধা দিয়ে ও ঠেকানো সম্ভব হয় না।হাস্পাতালের এক কর্তপক্ষ অভিযোগ করেন,
অবৈধ মেলা শুরু হতেই ,হাস্পাতালের আঙিনায় গাড়ির পার্কিং শুরু হয়।ঐ কারণে হাস্পাতালের মুর্মষ্য রুগী ও কর্তব্যরত স্টাফরা যাতায়াতে প্রচন্ড বিপাকে পরতে হয়।মধ্যেরাত পর্যন্ত গাড়ির হন ও পার্কিং কর্তপক্ষের চিৎকারে মুর্মষ্য রোগীদের অসুবিধার ফলে ঘুমের ঔষুধের প্রয়োজন হয়।এমনিতেই ঐ হাস্পাতালের দীর্ঘদিনে গেট নির্মাণ হলেও সীমানা প্রাচীর নির্মাণ হয়নি এখনো ।।রাত হলে মধ্যকসেবীদের দখলে হয়ে যায় হাস্পতালের চথুর্দিক।এছ্ড়া ও গেটের দু পাশে সারিভাবে রিক্সা সাজানো রয়েছে।যার কোণ প্রতিকার নেই।এক প্রশ্নের জবাবে তিনি বলেন,কয়েক দিনের মধ্যে আবারও মেলা শুরু হচ্ছে ,পার্কিংয়ের ব্যবস্থা এখানেই হবে।কারো কিছুই করার নেই এব্যাপারে।
হাস্পাতালের অভিযোগ নিয়ে মেলার কর্তপক্ষ সৈয়দ আলতাফুর রহমানের (০১৭১২২৪৭৯০১)নাম্ভারে যোগাযোগ করলে অপর প্রান্তে কল রিসিভ হয় নি।তবে গত কাল ,মেলার পার্কিং দখল নিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংঘর্ষে দুজন আহত সহ তিনটি মোটর সাইকেল ভাঙচুর হওয়া ঘঠনা ঘঠেছে।