January 23, 2025, 11:57 pm

সংবাদ শিরোনাম
জৈন্তাপুরে দাদন ব্যবসায়ীদের চাপে সর্বহারা ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। শেরপুরে বিনামূল্যে বিতরণের প্রায় ৯ হাজার বই জব্দ! আটক ১ গৌরনদীতে মিথ্যা মামলা থেকে অব্যহতি পেলেন সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির নীলফামারীতে বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ দীর্ঘ ১৫ বছর পরে জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে হিলিতে জামায়াতের মিছিল পার্বতীপুরে রেলের রানিং স্টাফের অ্যালাউন্স প্রদানের অসম্মতি আদেশ প্রত্যাহার এবং নিয়োগে বৈষম্য দূরীকরণের দাবিতে বিক্ষোভ চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা চট্টগ্রামে সাড়ে ৭ লাখ টাকার বিদেশি সিগারেটসহ যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন মধুপুরের প্রয়াত নুরুল ইসলাম রাজ এর ৭ম মৃত্যু বার্ষিকী আজ

গৌরনদীতে পরকীয়ার সময় ২ কৃষি কর্মকর্তাকে হাতেনাতে আটক

শামীম মীর,গৌরনদী প্রতিনিধি::

বরিশালের গৌরনদীতে অনৈতিক কর্মকাণ্ডের সময় পরকীয়া প্রেমিক-প্রেমিকা উপ-সহকারী দুই কৃষি কর্মকর্তাকে হাতেনাতে আটক করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে গৌরনদী পৌরসভার দক্ষিণ বিজয়পুর এলাকায় মি. সাগর গোমেজের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

উপসহকারী কৃষি কর্মকর্তা দীপঙ্কর বাড়ৈ ওই বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া। তবে রহস্যজনক কারণে কতিপয় ব্যক্তির সহযোগিতায় আটককৃত দীপঙ্কর বাড়ৈকে পালাতে সুযোগ করে দেওয়ায় ওই বাসার ভেতরে বিয়ের দাবিতে প্রেমিকা ওই নারী কর্মকর্তা অনশন শুরু করেছেন।

অনশনরত ওই নারী কৃষি কর্মকর্তা সাংবাদিকদের বলেন, উপজেলা কৃষি অফিসে একই পদে চাকরি করার সুবাদে গত এক বছর পূর্বে দীপঙ্কর বাড়ৈয়ের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গার নিয়ে দীপঙ্কর আমার সঙ্গে মেলামেশা করে। তার (দীপঙ্কর) স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় সুবাদে বাসা খালি থাকার সুযোগে বৃহস্পতিবার রাতে আমাকে তার বাসায় আসতে বলে। আমি ভোররাত ৪টার দিকে দীপঙ্করের ভাড়া বাসায় আসি। প্রতিবেশীরা টের পেয়ে বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে আমাদের ২ জনকে হাতেনাতে আটক করেন। আমাকে তার বাসায় ফেলে রহস্যজনক কারণে দীপঙ্কর পালিয়ে যান। এ ঘটনার পর বিয়ের দাবিতে আমি দীপঙ্করের বাসায় এখন অনশন শুরু করেছি।

এ ব্যাপারে বাড়ির মালিক মি. সাগর গোমেজ বলেন, অনৈতিক কর্মকাণ্ডের সময় আমার বাসার ভাড়াটিয়া দীপঙ্করকে একটি মেয়েসহ আটক করেন স্থানীয়রা। এ সময় রহস্যজনক কারণে দীপঙ্কর পালিয়ে যাওয়ার কারণে মেয়েটি বিয়ের দাবিতে বাসার ভেতরে অনশন শুরু করেছেন।

গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ বলেন, বিষয়টি আমি শুনেছি, তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর