পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর মহিপুরে বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিলের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে জড়িয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) শেষ বিকেলে কুয়াকাটা-ঢাকা মহাসড়কের মহিপুর সদরে এলাকাবাসীর ব্যানারে দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপি এ মানববন্ধনে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়ে বক্তব্য প্রদান করেন খিলক্ষেত ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাও. মো. গোলাম মোস্তফা, কুয়াকাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল, বাংলাভিশনের কলাপাড়া উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম মিরন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টঙ্গী সরকারি কলেজের সমন্বয়ক মো. বেলাল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিপুর ইউনিয়ন সভাপতি মো. তোফাজ্জেল হোসাইন সিপাহী, ইউসুফপুর বালিকা দাখিল মাদরাসার সুপার মাও. মোহাম্মদ আলাউদ্দিন, মোয়াজ্জেমপুর ছালেহিয়া আলিম মাদরাসার শিক্ষক মো. আব্দুল আজিজ, মহিপুর মৎস্য আড়ৎদার মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ রাজা মিয়া, ব্যবসায়ী মো. মনিরুল ইসলাম মনির প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বদরুল আলম নাবিল আমাদের এলাকার গর্ব। তিনি একজন সৎ ও সাহসী সাংবাদিক। তিনি কখনো অন্যায়ের সাথে আপস করেননি। এছাড়া তিনি এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিভিন্ন সময় সহযোগিতা করার পাশাপাশি এলাকার উন্নয়নে বিভিন্নভাবে ভূমিকা রাখছেন। ফলে একটি কুচক্রী মহল তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে তাঁকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করছি। ###