শাকির হায়দার–
আজ রবিবার (২৯ ডিসেম্বর ) সন্ধ্যা ৬: ৪২ মিনিটে বোনারপাড়া রেলওয়ে পুলিশ ও বালাসিঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ি থানার যৌথ অভিযানে সান্তাহার অভিমুখী ২২ ডাউন পদ্মারাগ কম্পিউটার ট্রেন হতে বিশেষ অভিযান চালিয়ে মোছাঃ রিক্তা আক্তার ইতি(৩৪), পিতা-মৃত ইদু মন্ডল, সাং-চকদেব জনকল্যাণ স্কুল পাড়া, থানা ও জেলা-নওগাঁ ও অপরজন মোছাঃ রাজিয়া সুলতানা(৩৫), পিতা-মোঃ মতিউর রহমান, সাং-পূর্ব চরপাড়া, জেলা: কিশোরগঞ্জ আটক করা হয়।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, অভিযান পরিচালনাকালে রিক্তা আক্তার ইতি ও রাজিয়া সুলতানা পরিহিত বোরকার ভিতর হতে ৮২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বালাসিঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ি, গাইবান্ধার এসআই আব্দুল মতিন (নিরস্ত্র) বলেন, রিক্তা আক্তার ইতি, রাজিয়া সুলতানা উভয়ের শরীর হতে ৪২ ও ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তারা লালমনিরহাট হতে ছেড়ে আসা সান্তাহার অভিমুখী ২২ ডাউন পদ্মরাগ কম্পিউটার ট্রেনে অভিযান পরিচালনা করে গাইবান্ধা রেলস্টেশনে ফেনসিডিল বহনের দায়ে তাদেরকে গ্রেফতার করেন।
গ্রেপ্তারকৃতদের রেলওয়ে থানায় মাদক মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।