January 7, 2025, 5:32 am

সংবাদ শিরোনাম
সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায় ঘরেও জয়ের দেখা পায়নি সিলেট স্টাইকার্সের হেলস ঝড়ে জয়ে নিয়ে মাঠ ছাড়লো রংপুর সুন্দরগঞ্জে বাবা-মাকে জিম্মি করে সম্পত্তি কুক্ষিগত শার্শায় কিবরিয়া ফিলিং স্টেশন দখল করে নিয়েছে এক প্রভাবশালী শিবচরে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলা ; প্রতিপক্ষের হামলায় এক নারী গুরুতর আহত হয়েছে বেনাপোল দৌলতপুর সীমান্তে উভয় দেশের শান্তি রক্ষায় বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক নীলফামারী কারাগারে হাজতির মৃত্যু কমলগঞ্জে পৈতৃক সম্পদ নিয়ে দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২ পীরগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপি’র কম্বল বিতরণ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের উদ্যোগে শীত বস্ত্র বিতরন

নতুন এলজি ফ্ল্যাগশিপে বাড়তি পর্দা লাগানো যাবে!

নতুন এলজি ফ্ল্যাগশিপে বাড়তি পর্দা লাগানো যাবে!

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

শীঘ্রই নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন জি৮-এর ঘোষণা দিতে পারে এলজি। বলা হচ্ছে, নতুন এই ডিভাইসটিতে থাকবে দুই পর্দা। গ্রাহক চাইলে একটি পর্দা খুলেও রাখতে পারবেন।

বরাবরই নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ভিন্ন ধারার কিছু যোগ করার চেষ্টা চালিয়ে আসছে এলজি। আগের বছর জি৭ স্মার্টফোনে ‘বুম বক্স’ স্পিকার যোগ করে প্রতিষ্ঠানটি। সাধারণ স্মার্টফোনের চেয়ে অনেক বেশি ভলিউমে মিউজিক বাজাতে পারে এই স্পিকার। এ ছাড়াও এতে যোগ হয় দারুণ কিছু ভাইব্রেশন ও হ্যাপটিক প্রযুক্তি।

পরবর্তীতে ভি৪০ স্মার্টফোনে মোট পাঁচটি ক্যামেরা সংযোজন করে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি।

এবার নতুন স্মার্টফোনে আবারও ভিন্নতা আনার চেষ্টায় বাড়তি একটি পর্দা আনা হতে পারে। পরবর্তী প্রজন্মের স্যামসাং স্মার্টফোনের মতো এটির পর্দা অবশ্য ভাঁজ করা বা বাঁকানো যাবে না। স¤প্রতি এলজি’র উন্মোচন করা ওলেড টিভি আর-এর মতো এই পর্দা মুড়িয়েও রাখা যাবে না।

দ্বিতীয় পর্দাটি থাকবে পুরো আলাদা। স্মার্টফোনের কেইসের মতোই দ্বিতীয় পর্দাটি সংযোজন বা খুলে রাখা যাবে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট সিনেট।

দ্বিতীয় ডিসপ্লেটি যোগ করে গ্রাহক ডিভাইসের পর্দার মাপ বাড়াতে পারবেন। তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি দ্বিতীয় পর্দাটি আসলে কীভাবে কাজ করবে।

বাড়তি পর্দাটি স্মার্টফোনের বাক্সের সঙ্গেই আসবে নাকি আলাদাভাবে কিনতে হবে তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে।

ফেব্রæয়ারিতে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-এ এলজি নতুন ফ্ল্যাগশিপ ডিভাইসটি উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

 

Share Button

     এ জাতীয় আরো খবর