জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায় আগামীকাল ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১.১০ মিনিটে ২৭তম ট্রাব অ্যাওয়ার্ড ২০২১ প্রদান অনুষ্ঠানটি প্রচারিত হবে।
টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ১৯ নভেম্বর ২০২১ শুক্রবার ঢাকা ক্লাব স্যামসন এইচ চৌধুরী সেন্টারে ২৭তম ট্রাব অ্যাওয়ার্ড ২০২১ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
ট্রাব সভাপতি সালাম মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ প্রতিদিন এর সম্পাদক নঈম নিজাম, চলচ্চিত্র ব্যক্তিত্ব নিরাপদ সড়ক চাই (নিসচা)’র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম, বিশিষ্ট অভিনেতা মাহমুদ সাজ্জাদ (মরণোত্তর)। উপস্থাপনায় ছিলেন খন্দকার ইসমাইল।