January 19, 2025, 11:22 pm

সংবাদ শিরোনাম
শিবচরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী পালিত পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র। নন্দীগ্রামে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মশালা অনুষ্ঠিত ধনবাড়িতে ছাত্র আন্দোলনে নিহত আহতদের জন্য দোয়া ও জনসভা অনুষ্ঠিত টেকনাফে পাহাড়ের খাদ থেকে হাতির মরদেহ উদ্ধার শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে কর্তৃক চক্ষু শিবির ও ১২ লাখ টাকার চেক হস্তান্তর তার স্ত্রী জানে না সে সধবা নাকি বিধবা-ইকবাল হাসান মাহমুদ টুকু ধনবাড়িতে ছাত্র আন্দোলনে নিহত আহতদের জন্য দোয়া ও জনসভা অনুষ্ঠিত  কোয়ান্টাম ফাউন্ডেশনের অনিয়ম ও মহাজাতকের ভয়াবহ প্রতারণা । পর্ব ০১ মহা দূনীর্তিবাজ ও বিগত ফ্যাসিস্ট সরকারের আস্থাভাজন,অতিরিক্ত সচিব, মোঃ তোফাজ্জেল হোসেনের সাতকাহন

মোংলার চাঁদপাই রেঞ্জে ভিটিআরটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোংলা প্রতিনিধি
সুন্দরবন সংলগ্ন চাঁদপাই রেঞ্জের জয়মনি ওয়াইল্ডটিম কনজারভেশন বায়োলজি সেন্টারে ভিলেজ টাইগার রেসপন্স টিম ভিটিআরটিদের সাথে ২৩ ফেব্রুয়ারী বুধবার ১০ টায় ওয়াইল্ডটিম কনজারভেশন বায়োলজি সেন্টারে ভিটিআরটিদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয় উক্ত প্রশিক্ষণের মুল বিষয় ভিটিআরটির উদ্দেশ্য ও পটভূমি, ভিটিআরটির লক্ষ্য, ভিটিআরটির মুল্যবোধ,দায়িত্ব কতব্য, সামুদ্রিক স্তন্যপায়ী, বন্যপ্রাণী উদ্ধার ও করনীয়, সাপের কামড় ও ব্যবস্থাপনার উপর প্রশিক্ষিত করা হয়। ভিলেজ টাইগার রেসপন্স টিম ভিটিআরটিদের মাঝে বন্যপ্রাণী উদ্ধার ও বাঘ মানুষের সংঘাত নিরসনের প্রয়োজনীয় সরঞ্জামাদী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চাঁদপাই স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান, এছাড়াও ওয়াইল্ডটিমের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওয়াইল্ডটিম সুন্দরবন ও সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণে ২০০৭ সাল থেকে কাজ করে আসছে তারই ধারাবাহিকতায় চাঁদপাই রেঞ্জের ১১ টিমের ৭৫ জন ভিটিআরটিদের প্রশিক্ষণ দেওয়া হয়।

বায়জিদ হোসেন, মোংলা,বাগেরহাট

Share Button

     এ জাতীয় আরো খবর